মেসিদের বিশ্বকাপ বাছাই ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ
বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা ভিন্ন মাত্রায় পৌঁছেছে। গত বছরের ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার পর আর্জেন্টিনা ৪টি ম্যাচ খেলেছে। সব ম্যাচেই স্টেডিয়ামের গ্যালারিগুলোয় তিলধারণের ঠাঁই ছিল না। যদিও সব কটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
তবে এবার আসল চ্যালেঞ্জ নিতে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। সেই খেলা নিয়েই দর্শক–সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।
আর্জেন্টিনা–ইকুয়েডরের ম্যাচের টিকিট বিক্রি সরাসরি সম্প্রচার করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখানে উঠে এসেছে এ চিত্র। ওয়েবসাইটে যে পরিমাণ টিকিট ছাড়া হয়েছিল, তা জানা না গেলেও মনুমেন্তাল স্টেডিয়ামের আসনসংখ্যা একেবারে কম নয়। এই মাঠে একসঙ্গে ৮৪ হাজারের বেশি দর্শক খেলা দেখতে পারেন। এ ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৩১ ডলার এবং সর্বোচ্চ ২৫৫ ডলার।
বাছাইপর্বের ম্যাচটি সামনে রেখে টিকিট বিক্রি শুরু হয় গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। কিন্তু ৭টা বাজতেই জানা যায়, আর কোনো আসন খালি নেই। ধারণক্ষমতার সব টিকিট এই অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। আর্জেন্টিনা–ইকুয়েডর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পড়েছিল দেপোর্তিক নামের একটি ওয়েবসাইটের ওপর। এর আগে আর্জেন্টিনায় অনুষ্ঠিত শেষ ম্যাচটির টিকিটও তারাই বিক্রি করেছিল।
এদিন সেই সাইটে টিকিট বিক্রি শুরু হওয়ার ২৫ মিনিট পর্যন্ত বিক্রিসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি ৪০ মিনিট পর্যন্ত স্বাচ্ছন্দ্যে টিকিট কিনছিলেন দর্শকেরা। ৫৫ মিনিট শেষে ৬টা ৫৫ মিনিটে অনেক দর্শক জানান, তাঁরা টিকিট পাচ্ছেন না। কারণ, টিকিট ততক্ষণে শেষ দেখাচ্ছে। যদিও সাইট থেকে আনুষ্ঠানিকভাবে তখনো কিছু জানানো হয়নি। এরপর ৭টা ৫ মিনিটেও দর্শকেরা সাইটে ঢুকতে পারছিলেন। কিন্তু টিকিট পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকেরা টিকিট না পেয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানাতে শুরু করেন।
এদিকে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল রাতে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে ঘোষিত এই দলে চোটের কারণে জায়গা হয়নি পাওলো দিবালা ও গোলকিপার জেরোনিমো রুইর। এ ছাড়া ডাক পাননি টটেনহাম মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও মার্শেই ফরোয়ার্ড হোয়াকিন কোরেয়া। তবে শেষ স্কোয়াডে না থাকাদের মধ্যে ফিরেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও আনহেল কোরেয়া। পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বের এই দলে ডাকা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজনকে। এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ডালাসে খেলা ২১ বছর বয়সী মিডফিল্ডার আলান ভেলাসকো।
বিশ্বকাপ জিতে আরেকটি বিশ্বকাপে খেলার মিশন সামনে রেখে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘সামনে যা আসছে, তা খুবই কঠিন। শুরুটা সব সময় কঠিন। আশা করি খেলোয়াড়েরা ফিট থেকেই খেলতে নামবে এবং সমর্থকেরা দলের খেলা উপভোগ করবে। আমরা লড়াই করতেই নামব। আমরা লড়াই করতে সব সময় পছন্দ করি।’