ট্রেবল নিয়ে সিটির সমর্থকদের হলান্ডের বার্তা, ‘ওয়ান মোর, ওয়ান মোর’
চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপের শিরোপা জয়। লিগের পর এফএ কাপের শিরোপা জিতে পূর্ণ হয়েছে ঘরোয়া ডাবল। ম্যানচেস্টার সিটির সমর্থকেরা কাল ওয়েম্বলিতে একটু যেন বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তুমুল আনন্দে মেতে ওঠেন তাঁরা। উন্মাতাল উদযাপনও করেন গ্যালারিতে।
মাঠে বসে দলটির খেলোয়াড়েরাও মেতে ওঠেন উন্মাতাল উদযাপনে। সেই উদযাপনের একপর্যায়ে ম্যান সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড চলে যান গ্যালারির কাছাকাছি। সমর্থকদের একটি বার্তাও দিলেন তিনি, ‘এখানেই শেষ নয়, আমরা ট্রেবলও জিততে চাই!’
১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সেই ম্যাচে ইন্টার মিলানকে হারাতে পারলেই ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়বে ম্যান সিটি। এর আগে ১৯৯৮–৯৯ মৌসুমে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যান ইউনাইটেডের সেই কীর্তি ছোঁয়ার স্বপ্ন অনেক দিন থেকেই দেখে আসছেন সিটির সমর্থকেরা। এবার তাঁরা সেই স্বপ্ন পূরণ থেকে মাত্র একটা ধাপ পেছনে। ম্যান সিটি কি পারবে বা কেভিন ডি ব্রুইনা–হলান্ডরা কি পারবেন সিটির সমর্থকদের সেই স্বপ্ন পূরণ করতে!
ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা তাঁর খেলোয়াড়দের তাগিদ দিচ্ছেন এই বলে যে চ্যাম্পিয়নস লিগের ট্রফিজয়ই পারে তাঁদের সুন্দর ও সফল একটি মৌসুমের যোগ্য স্বীকৃতি এনে দিতে। এটা ম্যান সিটির খেলোয়াড়েরাও ভালো করেই জানেন।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এ মৌসুমেই ম্যান সিটিতে নাম লেখানো হলান্ডও যেন নিজেদের সেই প্রত্যয়ের কথাই বলতে চাইলেন সমর্থকদের। চলতি মৌসুমে ম্যান সিটির হয়ে ৫২ ম্যাচে ৫২ গোল করা হলান্ড কাল এফএ কাপের শিরোপা জয়ের পর সমর্থকদের উদ্দেশ করে বলেছেন, ‘ওয়ান মোর, ওয়ান মোর।’
হলান্ড হয়তো সমর্থকদের এটাই বোঝাতে চেয়েছেন, এখনো চূড়ান্ত উদযাপনের সময় আসেনি। আরও একটা শিরোপা জেতা বাকি আছে আর সেটি হলো চ্যাম্পিয়নস লিগ। তাহলে চ্যাম্পিয়নস লিগ জিতে ট্রেবল অর্জন করার পরই আসল উদযাপনটা করবেন হলান্ডরা! সেই উদযাপনে মেতে ওঠার জন্য সমর্থকদের আরেকটু অপেক্ষা করতে বলেন সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার!