রিয়ালে দুটি বিএমডব্লিউ পেলেন ৭ গোল করা এমবাপ্পে

গাড়ি থেকে নামছেন এমবাপ্পেইনস্টাগ্রাম

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছে অম্লমধুর। প্রথম ম্যাচেই গোল করে রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। এরপর লিগে তিন ম্যাচে গোলহীন থাকার পর টানা ৫ ম্যাচে করলেন গোল (৬টি)। সর্বশেষ ম্যাচে অবশ্য চোটে পরে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকেও গেছেন। কয়েক সপ্তাহের অম্লমধুর এ যাত্রায় আরও একটি প্রাপ্তি আছে এমবাপ্পের। প্রাপ্তি অবশ্য একটি নয়, দুটি। রিয়ালের এসে গত কয়েক মাসে দুটি বিলাসবহুল গাড়ি পেয়েছেন এ ফরাসি তারকা।

রিয়ালে যোগ দেওয়ার পরই এমবাপ্পেকে বিএমডব্লিউ আই৭ দেয় রিয়াল কর্তৃপক্ষ। সেই গাড়িটি পুরোনো হওয়ার আগেই সাবেক এই পিএসজি তারকাকে আরও একটি বিলাসবহুল গাড়ি উপহার দিল মাদ্রিদের ক্লাবটি। এবার এমবাপ্পেকে রিয়াল উপহার দিয়েছে বিএমডব্লিউ এক্সএম। মজার ব্যাপার হচ্ছে, এমবাপ্পের কাছে গাড়ি চালানোর লাইসেন্সই নেই।

আরও পড়ুন

৬ বছর আগেই অবশ্য লাইসেন্স পেতে পারতেন এমবাপ্পের। ফ্রান্সে ১৮ বছর হলেই ড্রাইভিং টেস্ট দিয়ে লাইসেন্স পাওয়ার সুযোগ আছে। কিন্তু সে পথে হাঁটেননি এমবাপ্পে। ফলে গ্যারেজে গাড়ির পর গাড়ি জমলেও কোনোটাই আর নিজে চালিয়ে দেখতে পারেননি। ক্লাবের ঠিক করে দেওয়া ব্যক্তিগত ড্রাইভারই মূলত তাঁর গাড়ি চালান।

ফুটবল অঙ্গনে ক্রিস্টিয়ানো রোনালদোসহ অনেক তারকার গাড়ি সংগ্রহের শখ আছে। আনন্দ নিয়ে বিভিন্ন সময় তাঁদের ড্রাইভিংও করতে দেখা যায়। কিন্তু এমবাপ্পে নিজে কখনো কাজটি উপভোগ করেননি। এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছিলেন, ‘অনেকের কাছে এটি একটি বাধ্যবাধকতার মতো। কিন্তু আমার কাছে এটা কখনোই অগ্রাধিকারের জায়গায় ছিল না।’

ফরাসি সংবাদপত্রের দেওয়া তথ্য বলছে, এমবাপ্পের কাছে যেসব গাড়ি আছে, তার মধ্যে ফেরারি ৪৮৮ পিসতা উল্লেখযোগ্য। এই গাড়ির বাজার মূল্য প্রায় ৫ লাখ ডলার। পাশাপাশি তাঁর কাছে আছে ৩ লাখ ডলার মূল্যের ফেরারি ৪৫৮। সামনে হয়তো সংগ্রহের এ তালিকা আরও বড় হবে। তবে কখনো সেসব গাড়ি নিজে চালিয়ে দেখার শখ হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।