বার্সার ‘অভদ্রোচিত’ উদ্যাপনে বিরক্ত আনচেলত্তি, ছুটির আমেজে ফ্লিক
অভিযোগের পাশাপাশি ইতিহাসের পাঠও দিলেন কার্লো আনচেলত্তি। হান্সি ফ্লিকের সময়টা তেমন না। জার্মান কোচ দাঁড়িয়ে আনচেলত্তির বিপরীত প্রান্তে। লামিনে ইয়ামাল-রবার্ট লেভানডফস্কিদের দুই দিন ছুটি দিয়েছেন বার্সেলোনার এই কোচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ স্কোরলাইনে জয়ের পর খেলোয়াড়দের এটুকু প্রাপ্য।
কিন্তু আনচেলত্তি মনে করেন, মাঠে যা ঘটেছে স্কোরলাইনে তার ছাপ নেই। যদিও ৫৪ মিনিটে লেভার প্রথম গোলের পর ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়েছে রিয়াল। ৮৪ মিনিটে চতুর্থ গোলটির উদ্যাপনে বেঁধেছে বিপত্তি। বার্সার ডাগ আউটের উদ্যাপন আনচেলত্তির ভালো লাগেনি। তাঁর চোখে ব্যাপারটি ‘অভদ্রোচিত।’
রাফিনিয়ার করা ম্যাচের শেষ গোলটি উদ্যাপনের সময় ডাগ আউটের চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন হান্সি ফ্লিকের সহকারীরা। হারের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তির দাবি, তাঁদের উদ্যাপনের লক্ষ্যবস্তু ছিল রিয়ালের ডাগ আউট। ম্যাচ চলাকালীন টিভি রিপ্লেতে দেখা গেছে সে সময়,ফ্লিকের প্রতি আঙুল তুলে রিয়াল কোচ কিছু একটা বলছেন।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি ঘটনাটি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘ফ্লিকের সঙ্গে নয়, তার সহকারীর সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সহকারী অভদ্রোচিতভাবে আমাদের বেঞ্চের সামনে উদ্যাপন করছিল। আমি ফ্লিককে স্বাভাবিকভাবেই ব্যাপারটি বলেছি এবং সেও একমত।’
বার্সার কাছে ৪ গোল হজম করা নিয়ে আনচেলত্তি টেনে এনেছেন সাম্প্রতিক এক ইতিহাস। সেটি ২০২১-২২ মৌসুমের ঘটনা, ‘ঘরে বার্সেলোনার কাছে এর আগে সর্বশেষ ৪-০ গোলে হারের মৌসুমে আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছি। আমরা লড়াই থামাব না।’
লড়াই ছাড়া কোনো পথও নেই রিয়ালের। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রিয়াল। পয়েন্ট টেবিলে দেখে এখন বার্সা কোচ ফ্লিকের বেশ সন্তুষ্ট হওয়াই স্বাভাবিক। সেটাই ঝরল তাঁর কণ্ঠে, ‘ আমরা যাত্রা শুরু করে সত্যিই ভালো করছি। এই মুহূর্তে আমি তো বলব, আমরা ছন্দে আছি। দলের মানসিকতা অসাধারণ। আমরা এই জয় উপভোগ করতে পারি। খেলোয়াড়দের দুই দিনের ছুটি দিয়েছি…উপভোগের জন্য দিনটা ভালো। তবে পরবর্তী ম্যাচগুলোর প্রতি মনোযোগও থাকবে।’
গত ৪০ বছরের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার প্রথম কোচ হিসেবে ক্লাসিকোয় রিয়ালের মাঠে অভিষেকের পাশাপাশি জয়ও পেলেন ফ্লিক। তাঁর আগে ১৯৮৪ সালে সর্বশেষ একই নজির গড়েন প্রয়াত ইংলিশ কোচ টেরি ভেনেবলস।