চট্টগ্রাম আবাহনীর হাল ধরলেন এমিলিরা

খেলোয়াড় তালিকা বাফুফেতে জমা দিয়েছে চট্টগ্রাম আবাহনীবাফুফে

নতুন মৌসুমে খেলবে না বলে আগেই বাফুফেকে জানিয়ে দিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঙ্গবন্ধুর দুই ছেলের নামে প্রতিষ্ঠিত ক্লাব দুটির পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ সরে গেছে। ফুটবলারদের দলবদলের শেষ দিনে গতকাল শেখ জামাল এবং শেখ রাসেল খেলোয়াড় তালিকা অনুমিতভাবেই জমা দেয়নি বাফুফের কাছে।

আরও পড়ুন

চট্টগ্রাম আবাহনী ম্যানেজার আরমান আজিজ গত রাত নয়টায় হতাশা নিয়ে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা দল গড়ছি না। অনেক চেষ্টা করেছি। অল্প কিছু টাকা হলেও দলটাকে এগিয়ে নিতে পারতাম। কিন্তু হলো না। এর চেয়ে বড় দুঃখের আর কিছু নেই।’ কিন্তু রাত ১২টায় দলবদল কার্যক্রম শেষ হওয়ার ঠিক আধঘণ্টা আগে জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি জানান, তাঁরা ক্লাব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কয়েকজন মিলে চট্টগ্রাম আবাহনীর একটা খেলোয়াড় তালিকা তৈরি করে বাফুফের কাছে জমা দিতে যাচ্ছেন। চট্টগ্রাম আবাহনীকে তাঁরা ‘শেষ’ হয়ে যেতে দেবেন না।

মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি
ফাইল ছবি

এমিলি এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম আবাহনীর মতো দল না খেললে সেটা ফুটবলের জন্য বিরাট ক্ষতি। এমনিতেই শেখ জামাল-শেখ রাসেল খেলছে না। এখন চট্টগ্রাম আবাহনীও না খেললে এতগুলো খেলোয়াড় কোথায় যাবে? তাই আমি, মামুনুল ইসলাম (জাতীয় দলের সাবেক অধিনায়ক), রেজাউল করিম (বর্তমান খেলোয়াড়) মিলে চট্টগ্রাম আবাহনীর একটা দল দাঁড় করিয়েছি। রাত ১২টার আগেই আমরা খেলোয়াড় তালিকা জমা দেব বাফুফের কাছে।’

রাত ১২টায় বাফুফেতে যোগাযোগ করে জানা যায়, ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী খেলোয়াড় তালিকা জমা দিতে বাফুফে ভবনে অবস্থান করছিল। এর আগে রাত সাড়ে আটটায় ব্রাদার্সের ম্যানেজার আমের খানের মুখে শোনা গেছে ভিন্ন সুর, ‘আমরা কিছু খেলোয়াড় নিয়েছি। কিন্তু খেলোয়াড়দের নাম বাফুফেতে জমা দেব কি না, নিশ্চিত নই।’

আরও পড়ুন

আবাহনী লিমিটেড ২১ জন খেলোয়াড়ের তালিকা মাসখানেক আগেই জমা দেয় বাফুফের কাছে। ঘরোয়া ফুটবলে খেলতে অন্তত ২৩ জন খেলোয়াড় নিবন্ধন করতে হয়। গতকাল দুপুরের পর খবর ছড়িয়ে পড়ে, আবাহনীও নাকি খেলবে না। তবে ক্লাবের ম্যানেজার নজরুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটায় জানান, দলবদলের সময় শেষ হওয়ার আগেই তাঁরা আরও ১১ জনের নাম বাফুফেতে জমা দেবেন। নির্ধারিত সময়ের আগেই আবাহনী ১১ জনের নাম জমা দিয়েছে নজিরবিহীনভাবে এবার কোনো বিদেশি নেয়নি আবাহনী।

আবাহনী লিমিটেড
সংগৃহীত

প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের মধ্যে আবাহনীর ২১ জনের তালিকা বাদ দিলে গতকাল রাত পৌনে ৯টা পর্যন্ত পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা জমা দেয় ৬টি ক্লাব—বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং, বাংলাদেশ পুলিশ, ফর্টিস এফসি, ইয়ংমেনস ফকিরেরপুল ও রহমতগঞ্জ। রহমতগঞ্জ ২৭ জন দেশি ও ৫ জন বিদেশির নাম জমা দিয়েছে। যার মধ্যে আছে আবাহনীর ছেড়ে দেওয়া স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও গোলকিপার শহিদুল আলাম।