নাটকীয় ম্যাচে কোচের সঙ্গে ধাক্কাধাক্কি, দেশে পাঠানো হলো রেকর্ড গোলদাতাকে

নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়েছে জর্ডানএএফপি

২-১ গোলে পিছিয়ে থেকেও ইরাকের বিপক্ষে এশিয়ান কাপে শেষ ১৬-এর ম্যাচে নাটকীয় জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে জর্ডান। সে ম্যাচেই প্রধান কোচের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ার পর অন্য এক কোচকে ধাক্কা মেরে শাস্তি পাচ্ছেন হামজা আল-দারদুর। জর্ডানের ইতিহাসের রেকর্ড গোলদাতাকে কাতার থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গতকাল দোহায় পিছিয়ে থেকেও ৩-২ গোলে ইরাককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে জর্ডান। এর মধ্যে দুটি গোলই জর্ডান করেছে ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। তবে দলের দ্বিতীয় গোলটির পরই কোচদের সঙ্গে বিতণ্ডায় জড়াতে দেখা যায় আল-দারদুরকে।

আরও পড়ুন

ভিডিও ফুটেজে দেখা গেছে, ডাগআউটে শুরুতে কোচ হুসেইন আম্মুতার সঙ্গে বিতণ্ডায় জড়ান আল-দারদুর। এ সময় ধাক্কাধাক্কিও হয়। দুই পক্ষকে শান্ত করতে এগিয়ে আসেন রেফারিসহ দলের অন্য খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। ডাগআউটে রাখা আসনে যাওয়ার পথে আরেক কোচের সঙ্গেও বিতণ্ডায় জড়াতে দেখা যায় আল-দারদুরকে। এরপর কোচিং স্টাফের আরেক সদস্যকে ধাক্কা মারতে দেখা যায় তাঁকে। এ ম্যাচে না খেললেও রেফারির লাল কার্ডও দেখেন তিনি।  

২০১৫ সালে এশিয়ান কাপে ফিলিস্তিনের বিপক্ষে ১ ম্যাচেই ৪ গোল করেন আল-দারদুর
এএফপি

এক বিবৃতিতে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ‘দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নির্দেশনা ভঙ্গ’ করার দায়ে আল-দারদুরকে এশিয়ান কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এবারের এশিয়ান কাপে প্রথম রাউন্ডে মালয়েশিয়া ও বাহরাইনের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন জর্ডানের হয়ে ৩৫টি গোল করা আল-দারদুর। ২০১৫ সালে এশিয়ান কাপে ফিলিস্তিনের বিপক্ষে এক ম্যাচেই ৪ গোল করার স্মরণীয় পারফরম্যান্স আছে তাঁর।

আগামী ২ ফেব্রুয়ারি তাজিকিস্তানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জর্ডান।