২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন মেসি

পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসিছবি: ইনস্টাগ্রাম

২০২২ সালটা লিওনেল মেসির জন্য অন্য রকম। এর আগের বছরগুলোয় সবই জিতেছেন, শুধু বিশ্বকাপ ছাড়া। আরাধ্য সেই শিরোপার হিসাব মিলেছে গত বছরের ডিসেম্বরে। ঘুচেছে ৩৬ বছরের আক্ষেপ।

বিশ্বকাপ জেতার পর এখনো মাঠে ফেরেননি মেসি। রোজারিওতে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। সেখান থেকেই বছরের শেষ দিনে ভক্ত পরিবারের জন্য ভালোবাসার বার্তা পাঠিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় মেসি বলেছেন তাঁর পরিবারের কথা, বন্ধুদের কথা, সারা বিশ্বের সমর্থকদের কথা।

আন্তোনেলার সঙ্গে মেসি
ছবি: ইনস্টাগ্রাম

মেসি তাঁর লেখাটা শুরু করেছিলেন এভাবে, ‘যে বছরটা শেষ হয়ে যাচ্ছে, তা কোনো দিন ভুলতে পারব না। যে স্বপ্নটা সব সময় দেখে এসেছি, সেই স্বপ্নটা এই বছরই পূরণ হয়েছে। এই আনন্দটা পরিপূর্ণ হতো না, যদি না এতটা দারুণ একটা পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারতাম। যদি না সেই সব বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারতাম, যারা সব সময় আমাকে সমর্থন দিয়ে এসেছে, যখনই হোঁচট খেয়েছি পাশে থেকেছে।’

আরও পড়ুন

শুধু আর্জেন্টাইন সমর্থক নয়, বিশ্বের নানা দেশের নানা দলের সমর্থকেরাও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছেন। এমনটা চেয়েছিল বলেই তো ফাইনালের আগে ফ্রান্স অধিনায়ক উগো লরিসকে ফাইনালের আগে প্রশ্ন করা হয়েছিল—আপনাদের কী পুরো দুনিয়ার বিপক্ষেই খেলতে হচ্ছে কি না?

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তো বলেছিলেন সম্ভবত আরেকটু বাড়িয়ে। তিনি বলেছিলেন, ফ্রান্সেও নাকি এমন মানুষ আছে, যারা চায় আর্জেন্টিনা ফাইনালে জিতুক।

মেসি কীভাবে সেই সব সমর্থকদের ভুলে যান, ‘যারা আমাকে অনুসরণ করে, সমর্থন দেয় তাদের সঙ্গেও এই পথটা ভাগাভাগি করার অবিশ্বাস্য আনন্দ লাগছে। প্যারিস, বার্সেলোনা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে উৎসাহ, অনুপ্রেরণা না পেলে, যা পেয়েছি তা পাওয়া সম্ভব ছিল না। আমি আশা করছি, এই বছরটাও সবার ভালো কাটবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।’

আরও পড়ুন