ফুটবল ছেড়ে কি আমেরিকান ফুটবলে যোগ দেবেন হ্যারি কেইন
হ্যারি কেইন তাহলে ব্রান্ডন অব্রে হতে চাচ্ছেন!
অব্রে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) দল ডালাস কাউবয়েজের কিকার। কিন্তু তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল ফুটবলার হিসেবে। মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির রিজার্ভ দলে খেলেছেন। কেইনের সঙ্গে অব্রেকে মেলানো কেন? বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকারও যে এনএফএলে খেলতে চান!
সেল্টিক পার্কে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ প্রথম লেগে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে ৫৯ মিনিট দ্বিতীয় গোলটি করেন কেইন। জয়ের পর সিবিএস এর আলাপচারিতায় পেশাদার আমেরিকান ফুটবল লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার।
এনএফএলে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ভক্ত কেইন। এই প্রতিযোগিতার প্রতি ভালোবাসা প্রকাশ করে কেইন বলেছেন, ফুটবল ছেড়ে আমেরিকান ফুটবলে ‘যোগ দেওয়ার ভাবনাটা আমার মাথায় আছে।’
কেইন বলেছেন, ‘আগেও আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। কিন্তু আমার মনোযোগ এখানে চ্যাম্পিয়নস লিগে। তবে ব্যাপারটা (এনএফএল) এমন কিছু, ভবিষ্যতে যা আমি চেষ্টা করে দেখতে চাই। তবে এটাও বুঝি, (ফুটবলে) আমার সামনে এখনো অনেক বছর পড়ে আছে।’
বায়ার্নের হয়ে এবার দুর্দান্ত ফর্মে আছেন কেইন। চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২৯ গোল তাঁর। গোল বানিয়েছেন ১০টি। চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে ৮ ম্যাচে করেছেন ৭ গোল। সেল্টিক গোলকিপার ক্যাসপার স্মাইকেলের বিপক্ষেও ১৯তম গোল পেয়েছেন কেইন, আর কোনো গোলকিপারের বিপক্ষ এত গোল করেননি ইংল্যান্ড স্ট্রাইকার।
ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়নস লিগে কেইনের গোলসংখ্যাই সবচেয়ে বেশি—৩৬। উয়েফার ক্লাব প্রতিযোগিতায় প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে ৬০তম গোলও পেলেন কেইন। ৩৬ গোল চ্যাম্পিয়নস লিগে, ১৮ গোল ইউরোপা লিগে ও ৬ গোল করেছেন কনফারেন্স লিগে।