২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এমবাপ্পের সঙ্গে একই দিনে কি রিয়ালে এনদ্রিকেরও অভিষেক

বার্নাব্যুর মঞ্চে সমর্থকদের প্রতি হাত নাড়ছেন এমবাপ্পেএএফপি

নতুন মৌসুমে রিয়াল মাত্র দুজন খেলোয়াড়ই কিনেছে—একজন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে, আরেকজন ভবিষ্যতের তারকা ব্রাজিলের এনদ্রিক। ব্রাজিলের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এনদ্রিকের অভিষেক নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না। তবে রিয়ালে ফরাসি তারকা এমবাপ্পের অভিষেক কবে, এটা যেন এখন ফুটবল–বিশ্বের বড় এক প্রশ্নই।

সবকিছু ঠিক থাকলে রিয়ালের জার্সিতে এমবাপ্পের অভিষেক হতে পারে আগামীকালই। ইউরোপিয়ান সুপার কাপে আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল নতুন মৌসুম শুরু করবে রিয়াল। এ ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে পারেন এমবাপ্পে। একই ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হতে পারে এনদ্রিকের। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি দুজনকেই রেখেছেন ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচের স্কোয়াডে।

আরও পড়ুন
অবশেষে রিয়ালে এনদ্রিক
এএফপি

আতালান্তার বিপক্ষে পুরো স্কোয়াডকেই পাচ্ছেন আনচেলত্তি। ২৩ জনের স্কোয়াডে অবশ্য তিনি চোটে থাকা দাভিদ আলাবাকেও রেখেছেন। যদিও ২০২৫ সাল পর্যন্ত তাঁর মাঠের বাইরেই থাকার কথা।

ইউরোপিয়ান সুপার কাপের রিয়াল মাদ্রিদ স্কোয়াড

গোলকিপার: থিবো কোর্তোয়া, লুনিন, ফ্রান।

ডিফেন্ডার: দানি কারভাহাল, এদের মিলিতাও, দাভিদ আলাবা, লুকাস ভাসকেজ, ভায়েহো, ফ্রান গার্সিয়া, রুডিগার, ফারলাঁ মেন্দি, জাকোবো।

মিডফিল্ডার: জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভের্দে, লুকা মদরিচ, অরিলিয়েঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস।

ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, এনদ্রিক, ব্রাহিম দিয়াজ।

আরও পড়ুন