নেইমার ২০২৬ বিশ্বকাপ খেলতে চান আনচেলত্তির অধীন
২০২৬ বিশ্বকাপে কি খেলবেন নেইমার? ব্রাজিল তারকার বয়স এখন ৩১ বছর। তিন বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপে তাঁর বয়স হবে ৩৪ বছর। এ বয়সে অনেকেই বিশ্বকাপ ফুটবলে খেলেছেন। নেইমারও ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, সে প্রশ্ন উঠছে কাতার বিশ্বকাপের পর তাঁর একটি মন্তব্যের কারণে।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বাদ পড়ার পর নেইমার বলেছিলেন, আরও একটি বিশ্বকাপ খেলবেন কি না, তিনি জানেন না। ছয় মাস পেরোনোর পর ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেন ব্রাজিলিয়ান তারকা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপে খেলতে চান তিনি।
ব্রাজিলের সংবাদমাধ্যম ব্যান্ড স্পোর্টস চ্যানেলে কাল একটি সাক্ষাৎকার দেন নেইমার। তাঁর নিজের প্রতিষ্ঠান নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি চ্যারিটি অনুষ্ঠানে এদিন ব্যস্ত সময় কেটেছে তাঁর। সাও পাওলোয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৯০০ অতিথি আমন্ত্রিত ছিলেন। তাঁদের মধ্যে অনেক সেলেব্রেটিও ছিলেন। নেইমারের জাতীয় দলের সতীর্থ রদ্রিগোও গিয়েছিলেন অনুষ্ঠানে। সেখানেই দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন নেইমার, ‘ঈশ্বর চাইলে খেলব।’
২০২৬ বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা করছে ব্রাজিল। কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতাই এখনো দূর করতে পারেনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। তারপর অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেসকে দিয়েই কাজ চালাচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। আর এ সময়ের মধ্যে কার্লো আনচেলত্তিকে রাজি করানোর চেষ্টা করছে তারা।
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি ২০২৪ পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে থাকতে চান। সেখানে চুক্তির মেয়াদ আগে শেষ করতে চান আনচেলত্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এর আগে জানিয়েছিল, রিয়াল কোচ আনচেলত্তিকে মৌখিকভাবে রাজি করিয়েছে সিবিএফ। ইতালিয়ান কোচের জন্য সিবিএফ ১ বছর অপেক্ষা করতেও রাজি। অর্থাৎ, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য ঠিক থাকলে ২০২৪ সালে ব্রাজিল কোচ হিসেবে দেখা যেতে পারে আনচেলত্তিকে।
সেটা অনেক পরের ব্যাপার। তাই বলে কথা তো থেমে নেই। আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে দেশটির সংবাদমাধ্যম। নেইমারের কাছেও এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। পিএসজি তারকার কথা শুনে বোঝা গেল, ২০২৬ বিশ্বকাপ তিনি আনচেলত্তির অধীনই খেলতে চান, ‘ব্রাজিল বিদেশি কোচ নেওয়ার সুবিধা পাবে। আনচেলত্তি এমন একজন মানুষ, যিনি সবকিছু জিতেছেন। তিনি অবশ্যই আমাদের অনেক কিছু শেখাবেন।’
নেইমারের চ্যারিটি অনুষ্ঠানে উপস্থিত থাকা রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগোও আনচেলত্তিকে নিয়ে কথা বলেছেন ব্যান্ড স্পোর্টস চ্যানেলের সঙ্গে। আনচেলত্তি রিয়ালের কোচ হওয়ায় তাঁকে ভালোভাবে জানেন রদ্রিগো। জাতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে রদ্রিগো বলেছেন, ‘বেশি কিছু বলতে পারব না। কারণ, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। তবে এটা জানি, তিনি জাতীয় দলের পরিকল্পনায় সবার চেয়ে এগিয়ে আছেন। সভাপতি থেকে খেলোয়াড়েরাও তাঁকে চায়। ভিনি, আমি ও মিলিতাও (সবাই রিয়ালের খেলোয়াড়) তাঁকে অনেক আগে থেকেই জানি। তাঁকে পাওয়াটা হবে খুব গুরুত্বপূর্ণ। তবে এখনো তো কোনো কিছুই নিশ্চিত নয়। আশা করি, (রিয়ালের সঙ্গে) চুক্তির মেয়াদ শেষে তিনি আমাদের জাতীয় দলে যোগ দেবেন।’