লা লিগায় কোন দল কত আয় করল
লিগ প্রতিযোগিতায় রানার্সআপ বলে কিছু নেই। চ্যাম্পিয়ন হওয়াই শেষ কথা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ টেবিলে প্রথম চারটি স্থান হয়তো গুরুত্বপূর্ণ, ইউরোপা কনফারেন্স লিগের কারণে পরের দুই-তিনটি জায়গাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ, ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার হিসাব–নিকাশ থাকে। কিন্তু এর পর? ধরুন, লিগে ১০ম স্থান কিংবা ১৫তম স্থানের আলাদা কোনো দাম আছে?
কোনো কিছু না ভেবেই এমনিতে বলে দেওয়া যায়, না, কোনো দাম নেই। আসলে তা নয়, অন্তত স্প্যানিশ লা লিগায়। পয়েন্ট টেবিলে এক ধাপ এদিক–সেদিক হওয়ার জন্য মিলিয়ন ডলার হাতছাড়া হতে পারে!
একটু বুঝিয়ে বলা যাক। ধরুন, লিগের মাঝপথে ৯ম স্থানে থাকা কোনো দল ১৫তম স্থান নিয়ে মৌসুম শেষ করল। এই ফল খেলার মাঠে হয়তো প্রভাব ফেলবে না, লা লিগার আগামী মৌসুমেও টিকে থাকবে দলটি কিন্তু অবস্থানের অবনমন ঘটায় ওই মৌসুমে টাকাপয়সা আয়ে পিছিয়ে পড়তে হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ ও ‘এএস’ লা লিগায় ২০২২–২৩ মৌসুম শেষে দলগুলোর অবস্থান অনুযায়ী আয়ের পরিমাণ জানিয়েছে।
টাকাটা কীভাবে বণ্টন করা হয়, তা একটি উদাহরণ দিয়ে দেখিয়েছে মার্কা। স্প্যানিশ কংগ্রেস অনুমোদনকৃত লা লিগার রয়্যাল ডিক্রি ৫/২০১৫ আইন অনুযায়ী, লা লিগার টিভি স্বত্ব চুক্তি থেকে পাওয়া মোট অর্থের ২৫ শতাংশ ক্লাবগুলোর মধ্যে বণ্টন করা হয় মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে। বিষয়টি বোঝাতে মার্কা ২০২১–২২ মৌসুমের উদাহরণ টেনেছে। সেবারই সর্বশেষ টিভি স্বত্ব চুক্তি থেকে ক্লাবগুলো যে অর্থ পেয়েছিল, তা প্রকাশ করা হয়—মোট ১৪২ কোটি ৭০ লাখ ইউরো ভাগ করে নিয়েছিল লা লিগার ২০টি ক্লাব। এর মধ্যে ৫০ শতাংশ অর্থ (৭১ কোটি ৩৫ লাখ ইউরো) দলগুলোর মাঝে সমান ভাগ করে দেওয়া হয়। যেখানে প্রতিটি দল ভাগে পেয়েছিল ৩ কোটি ৫৬ লাখ ইউরো করে।
বাকি ৫০ শতাংশ অর্থকে (৭১ কোটি ৩৫ লাখ) দুই ভাগে (২৫ শতাংশ করে) ভাগ করা হয়। একেক ভাগে টাকার পরিমাণ ৩৫ কোটি ৬৭ লাখ ইউরো করে। এর মধ্যে একটি ভাগ (২৫ শতাংশ) থেকে ক্লাবগুলোকে টাকা বণ্টন করা হয় সামাজিকভাবে তাদের প্রসার দেখে। গত পাঁচ মৌসুমে ক্লাবগুলোর সিজন টিকিটসংখ্যা কত বাড়ল, ক্লাব সদস্য কত বাড়ল, বক্স অফিসে কেমন—এসব দেখা হয়। আর বাকি ২৫ শতাংশ অর্থ (৩৫ কোটি ৬৭ লাখ ইউরো) বণ্টন করা হয় গত পাঁচ মৌসুমে মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে।
লা লিগায় ২০২২–২৩ মৌসুমে শীর্ষ পাঁচ দলের আয়:
টিভি স্বত্ব চুক্তির মোট অর্থ থেকে এবার ১৭ শতাংশ অর্থ পাবে বার্সা—যেখানে টিভি স্বত্বের প্রথম ৫০ শতাংশ ভাগ থেকে অন্য সব দলের মতো বার্সাও এবার ৩ কোটি ৫৬ লাখ করে পাচ্ছে। আর লিগ চ্যাম্পিয়ন হওয়ায় এবং গত পাঁচ মৌসুমের পারফরম্যান্স বিচারে মোট ৬ কোটি ৬৫ লাখ ইউরো এবার আয় করবে বার্সা, যা মোট টিভি স্বত্ব চুক্তির ১৭ শতাংশ। দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করা রিয়াল মাদ্রিদ আয় করবে মোট ৫ কোটি ৩৫ লাখ ইউরো।
টিভি স্বত্বের মোট অর্থ থেকে ১৫ শতাংশ ভাগ পাবে রিয়াল। তৃতীয় হয়ে মৌসুম শেষ করা আতলেতিকো মাদ্রিদ পাবে ৪ কোটি ৬৩ লাখ ইউরো। লিগের তলানিতে থেকে এবার মৌসুম শেষ করা এলচে পেয়েছে ০.২৫ শতাংশ অর্থের ভাগ, যা টাকার অঙ্কে ৮ লাখ ৯০ হাজার ইউরো।