মেসির সঙ্গে ম্যাক অ্যালিস্টারের প্রথম দেখার সেই মুহূর্ত

আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারছবি: রয়টার্স

খুব ছোটবেলা থেকেই লিওনেল মেসিকে আদর্শ মানেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার যে কজন তরুণ তুর্কি নজর কেড়েছেন, তাঁদের একজন এই ম্যাক অ্যালিস্টার। চার ম্যাচ খেলে এক গোল করেছেন।

ফাইনালে আনহেল দি মারিয়ার দ্বিতীয় গোলটিতে ছিল তাঁর অ্যাসিস্ট। ব্রাইটনের এই তরুণ তারকা এখনো গুণমুগ্ধ তাঁর আদর্শ মেসিকে নিয়ে। জানিয়েছেন, মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় তিনি নাকি থরথর করে কাঁপছিলেন।

আরও পড়ুন

বিশ্বকাপে প্রথম ম্যাচেই সৌদি আরবের সঙ্গে হেরে শুরু করেছিল আর্জেন্টিনা। পরের দুই ম্যাচ ছিল মেক্সিকো ও পোল্যান্ড—সহজ প্রতিপক্ষ নয় মোটেও। সে সময় সমর্থকদের মধ্যে অনিশ্চয়তার দোলাচল ছিল। কিন্তু আর্জেন্টিনা দারুণ খেলেই এই দুই বাধা পেরিয়েছে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ থেকে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার।

পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পেয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম গোল। সেই ম্যাচে মেসির কাছ থেকে দারুণ একটা উপহারও মিলেছিল তাঁর। তরুণ তারকার খেলায় এতটাই মুগ্ধ ছিলেন মেসি যে ম্যাচ শেষে নিজের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তিনি তুলে দিয়েছিলেন ম্যাক অ্যালিস্টারের হাতে।

ফাইনালে গোলের পর মেসি ও ম্যাক অ্যালিস্টারের উদ্‌যাপন
ছবি: রয়টার্স

মেসির সঙ্গে যেদিন প্রথম দেখা করলেন, সেদিন কেন কাঁপছিলেন ম্যাক অ্যালিস্টার। তিনি বলেছেন, ‘আমি শুধু মেসির মুখের দিকে তাকিয়ে দেখছিলাম। আমি থরথর করে কাঁপছিলাম। আমার চোখ–মুখ লাল হয়ে গিয়েছিল। তাঁকে ঠিকঠাক ‘হ্যালো’–ও বলতে পারিনি। সেই সাক্ষাৎ আমি কোনো দিন ভুলব না। বাবা ম্যারাডোনার সঙ্গে খেলেছিলেন, আমি মেসির সঙ্গে খেলেছি, এটা ঈশ্বরের আশীর্বাদ।’