২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জুভেন্টাসের পয়েন্ট কাটা মরিনিওর কাছে ‘হাস্যকর’

এএস রোমা কোচ জোসে মরিনিওছবি: রয়টার্স

দলবদলের চুক্তি ও আর্থিক অনিয়মের দায়ে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল জুভেন্টাসের। এরপর এপ্রিলে ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড) সিদ্ধান্তটি প্রত্যাখ্যান করে নতুন করে বিচারের আহ্বান জানিয়েছিলেন। যে কারণে জুভেন্টাস হারানো ১৫ পয়েন্ট ফিরে পায় এবং ফের শীর্ষ চারে ফিরে আসে।

কিন্তু মৌসুম শেষ হওয়ার মাত্র ২ ম্যাচ আগে জানা গেল, রায় পুনর্বিবেচনা করে জুভদের ১০ পয়েন্ট কেটে নেওয়ার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ১০ পয়েন্ট হারানোর পর ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস নেমে গেছে ৭ নম্বরে। এ পরিস্থিতিতে জুভেন্টাসের সেরা চারে থাকার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেল। এমনকি সেরা ছয়ে থেকে ইউরোপা লিগ এবং কনফারেন্স লিগে খেলাও অনিশ্চিত।

আরও পড়ুন

মৌসুমের শেষ পর্যায়ে এসে এভাবে পয়েন্ট হারানোয় বেশ বিপাকে পড়েছে জুভরা। শুধু তুরিনের ক্লাবটিই নয়, এভাবে পয়েন্ট কেটে নেওয়াকে ‘হাস্যকর’ বলে মনে হচ্ছে এএস রোমার কোচ জোসে মরিনিওরও, ‘দুই ম্যাচ বাকি থাকতে এটা জানতে পারা আমাদের সবার জন্য এবং জুভেন্টাসের জন্যও হাস্যকর ব্যাপার। তাদের জন্য এটা সহজ হবে না। পয়েন্টগুলো মাঠে জেতা হয়। এখন মৌসুম শেষ হওয়ার দুই দিন আগে তা কেড়ে নেওয়া হলো।’

দুঃসময়ের বৃত্তে জুভেন্টাস
ছভি: রয়টার্স

বর্তমানে ৩৬ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে আছে রোমা। ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করা দলটি লিগে সর্বশেষ ৫ ম্যাচের একটিতেও জিততে পারেনি, একটিতে হারার সঙ্গে ড্র করেছে অন্য চার ম্যাচে। মরিনহোর দাবি, পয়েন্ট কাটার বিষয়টি যদি আগেই জানা যেত, তবে পুরো বিষয়টি অন্যরকম হতে পারত।

আরও পড়ুন

মরিনিও বলেছেন, ‘যদি মনৎস এবং বোলোনার বিপক্ষে ম্যাচের আগে এটা জানতে পারতাম, তবে আমাদের খেলার ধরন অন্যরকম হতো। আমি মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এবং তার খেলোয়াড়দের জন্য দুঃখ প্রকাশ করছি। তবে লিগের এ পর্যায়ে আমার মনে হয়, এর ফলে খুব সামান্য প্রভাবই পড়বে।’

আরও পড়ুন

রোমার সেরা চারে থাকার সম্ভাবনা অবশ্য এখনো ফুরিয়ে যায়নি। ৩৬ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬০। রোমের ক্লাবটির পরের দুই ম্যাচ ফিওরেন্তিনা এবং স্পেৎসিয়ার বিপক্ষে। সে দুটি ম্যাচে জয়ের পর পাশাপাশি তাকিয়ে থাকতে হবে এসি মিলান এবং আতালান্তার পয়েন্ট হারানোর দিকেও। সেটি না হলে রোমার সামনে আরও একটি পথ খোলা আছে। সেটি হলো ৩১ মে ইউরোপার ফাইনালে সেভিয়াকে হারানো, যা রোমাকে সরাসরি চ্যাম্পিয়নস লিগের টিকিট এনে দেবে।

আরও পড়ুন