সিরি ‘আ’ ক্লাবে কোচের দায়িত্বে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্যানাভারো
সিরি আতে অবনমন অঞ্চলে নেমে যাওয়া এড়ানোর প্রাণপণ চেষ্টা করছে উদিনেসে। এর কারণে কোচ পদ থেকে গাব্রিয়েলে চফিকে ছাঁটাই করে আজ ফ্যাবিও ক্যানাভারোকে তাঁর স্থলাভিষিক্ত করেছে ক্লাবটি।
ইতালির অধিনায়ক হিসেবে ২০০৬ বিশ্বকাপ জিতেছেন ক্যানাভারো। সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবেও তাঁকে বিবেচনা করেন অনেকেই। ২০০৬ ব্যালন ডি’অরজয়ী ক্যানাভারো ‘২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত মেয়াদে চুক্তি সই করেছেন’ বলে বিবৃতিতে জানিয়েছে উদিনেসে।
নিজের ভাই পাওলো ক্যানাভারোকেও উদিনেসের কোচিং স্টাফে নিয়ে আসবেন রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও জুভেন্টাসের হয়ে সিরি আজয়ী ক্যানাভারো। পার্মা, নাপোলি ও সাসসুয়ালোর হয়ে ক্যারিয়ার গড়েছেন বিখ্যাত বড় ভাইয়ের মতোই সেন্টারব্যাক পজিশনে খেলা পাওলো।
সিরি আ-তে গত শনিবার ভেরোনার কাছে ১-০ গোলে হেরেছে উদিনেসে। এই ম্যাচের পরই ছাঁটাই হন চফি। ৩২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১৭তম উদিনেসে। অবনমন অঞ্চলে থাকা ফ্রসিনোনে ৩৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৮তম। ফ্রসিনোনের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে এক ধাপ ওপরে উদিনেসে।
৫০ বছর বয়সী ক্যানাভারোকে আগামী বৃহস্পতিবার উদিনেসের ডাগ আউটে দেখা যাবে কোচ হিসেবে। এদিন রোমার বিপক্ষে আগের ম্যাচের শেষ ১৮ মিনিট খেলবে উদিনেসে। এক সপ্তাহে আগে রোমা ও উদিনেসের মধ্যকার ম্যাচ ১-১ গোলে সমতায় থাকতে মাঠেই অসুস্থ হয়ে পড়েন রোমা ডিফেন্ডার ইভান এনদিকা। এরপর ম্যাচটি মুলতবি রাখা হয় এবং সেই ম্যাচেরই শেষ ১৮ মিনিট খেলতে মুখোমুখি হবে রোমা ও উদিনেসে।
২০১১ সালে ফুটবল ছাড়ার পর কোচিংয়ে নেমেছিলেন ক্যানাভারো। দুবাই, সৌদি আরব এবং চীনের ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন। গুয়াংজু এভারগ্রান্ডের কোচ হিসেবে ২০১৯ সালে জিতেছেন চায়নিজ সুপার লিগ। ইতালির তৃতীয় বিভাগে খেলা দল বেনেভেন্তোর কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০২২ সালে। গত বছর ক্লাবটির দায়িত্ব ছাড়েন।