পিছিয়ে পড়েও জিতল সিটি ও আর্সেনাল

গোল করে সতীর্থের সঙ্গে উদ্‌যাপন বুকায়ো সাকার (বাঁয়ে)। এর আগে আর্সেনালের দুটি গোলে রেখেছেন অবদানএএফপি

ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল-দুই দলের পয়েন্টই সমান, দুই দলই আজ খেলেছে ঘরের মাঠে। অদ্ভুত মিল রেখে নিজেদের ম্যাচে দুটি দলই আজ পিছিয়ে পড়েছিল। আবার একে অন্যের সঙ্গে মিল রেখে জিতেছে সিটি ও আর্সেনাল। নিজেদের মাঠ ইতিহাদে ফুলহামের বিপক্ষে সিটির জয়টি ৩-২ গোলে, এমিরেটসে সাউদাম্পটনের বিপক্ষে আর্সেনাল জিতেছে ৩-১ ব্যবধানে।

জোড়া গোল করে সিটিকে জিতিয়েছেন কোভাচিচ
এএফপি

নিজেদের মাঠে শুরু থেকেই সিটি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিন্তু খেলার ধারার বিপরীতেই ২৬ মিনিটে পিছিয়ে পড়ে তারা। রাউল হিমিনেজের সহায়তায় ফুলহামকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়াস পাহেইরা।

ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি সিটি। ৩২ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন মাতেও কোভাচিচ। কর্নার কিক থেকে তিনি বল পেয়ে গিয়েছিলেন বক্সের ঠিক মাঝখানে। সেখান থেকে ডান পায়ের জোরাল শটে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

১-১ গোলের সমতা নিয়ে প্রধমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। এ গোলটিও করেন কোভাচিচ। ক্রোয়াট মিডফিল্ডারের এবারের গোলটি বক্সের বাইরে থেকে নেওয়া শটে। গোলটিতে সহায়তা করেছেন বের্নার্দো সিলভা। ৮২ মিনিটে সিটির তৃতীয় গোলটি করেছেন বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকু। ৮৮ মিনিটে একটি গোল ফেরত দেয় ফুলহাম।

আরও পড়ুন
আর্সেনালকে এগিয়ে দেওয়া গোলের পর মার্তিনেল্লির উচ্ছ্বাস
এএফপি

এমিরেটসে প্রথমার্ধে আর্সেনাল ও সাউদাম্পটন দুই দলই সমানে সমান খেলেছে। আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় অবশ্য গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে অবশ্য একচেটিয়া ভালো খেলতে শুরু করে আর্সেনাল। খেলার ধারার বিপরীতেই ৫৫ মিনিটে সাউদাম্পটনকে এগিয়ে দেন ইংলিশ উইঙ্গার ক্যামেরন আর্চার।

১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেয় আর্সেনাল। ৫৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরানো গোলটি করেন কাই হাভার্টজ। গোলটিতে সহায়তা করেন বুকায়ো সাকা। ৬৮ মিনিটে সেই সাকারই সহায়তায় দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ৮৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সাকা।

এই জয়ের পর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট শীর্ষে আছে লিভারপুল।