এমবাপ্পের ‘বিশ্রামের’ ম্যাচে ফ্রান্সের জয়, নরওয়ে জিতেছে হলান্ডের গোলে

ফ্রান্সের দ্বিতীয় গোলটি করেছেন উসমান দেম্বেলেএএফপি

ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় তাঁকে ছাড়া খেলা ফ্রান্সের তাতে কোনো সমস্যা হয়নি। রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামার আগেই ২ গোল করা ফরাসিরা কাল বেলজিয়ামকে হারিয়েছে উয়েফা নেশনস লিগের ম্যাচে। ইতালির কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা ফ্রান্স জিতেছে ২-০ গোলেই। এ নিয়ে টানা চার ম্যাচে বেলজিয়ামকে হারাল ফরাসিরা।

ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইতালি। কাল জিতেছে আর্লিং হলান্ডের নরওয়েও। ৮০ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকার করা গোলেই অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। কাল শিরোনাম হয়েছেন হলান্ডের সালজবুর্গ সতীর্থ বেনইয়ামিন সেসকোও। স্লোভেনিয়ান তারকা হ্যাটট্রিক করেছেন কাজাখস্তানের বিপক্ষে, স্লোভানরা জিতেছে ৩-০ গোলে।

লিওঁয়ে এমবাপ্পেকে বিশ্রাম দিয়েই একাদশ সাজান দিদিয়ের দেশম। এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজির দুই খেলোয়াড় রান্দাল কোলো মুয়ানি ও উসমান দেম্বেলের দুই অর্ধের দুই গোল জিতিয়েছে ফ্রান্সকে। ৬৭ মিনিটে কোলো মুয়ানির বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। টানা দুই ম্যাচ হারার পর জয়ের স্বাদ পেল ফরাসিরা। নেশনস লিগে ইতালির কাছে হারের আগে ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরেছিল দলটি।

৬৭ মিনিট পর্যন্ত বেঞ্চেই বসে ছিলেন কিলিয়ান এমবাপ্পে
এএফপি

১৯৮১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের বেলজিয়ামের কাছে সর্বশেষ হারা ফ্রান্সের শুরুটা ভালো ছিল না কাল। বেলজিয়ামই তেড়েফুঁড়ে শুরু করেছিল। দলটির ফরোয়ার্ড লইস ওপেনদাই ব্যতিব্যস্ত রেখেছিলেন ফরাসি রক্ষণভাগকে। ম্যাচের প্রথম ২৫ মিনিট বেলজিয়ান আক্রমণ সামাল দেওয়া ফ্রান্স এগিয়ে যায় ৩০ মিনিটে কোলো মুয়ানির গোলে। ৫৭ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে গোল করেন দেম্বেলে।

আরও পড়ুন

বুদাপেস্টের নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলের বিপক্ষে ইতালির হয়ে গোল করেছেন দাভিদে ফ্রাত্তেসি ও মইজে কিন। টানা দ্বিতীয় জয়ে এ২ গ্রুপে শীর্ষেই রইল ইতালি। ৩ পয়েন্ট করে নিয়ে এরপরই আছে ফ্রান্স ও বেলজিয়াম।  

হলান্ডের অপেক্ষার প্রহর

৮০ মিনিটে গোল করেও গোল উদ্‌যাপনে আড়াই মিনিট অপেক্ষা করতে হয়েছে হলান্ডকে। ভিএআরের রিভিউ যে শেষই হচ্ছিল না!  নরওয়ের জার্সিতে ৩৫তম ম্যাচে হলান্ডের এটি ৩২তম গোল। হলান্ড গোল করার আগে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। হলান্ডদের জয়ের ম্যাচটি আর্সেনালকে দুশ্চিন্তা উপহার দিয়েছে। নরওয়ে অধিনায়ক মার্টিন ওডেগার্ড যে অ্যাঙ্কেলের চোটে পড়েছেন।

আরও পড়ুন