জার্মানির হয়ে শেষ ম্যাচটা কি খেলেই ফেললেন মুলার

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর জার্মান তারকা টমাস মুলারছবি: রয়টার্স

অবিশ্বাস্য!

কাতার বিশ্বকাপ চমকের পর চমক উপহার দিচ্ছে। গ্রুপপর্বে সৌদি আরবের কাছে হেরেছে আর্জেন্টিনা, জাপানের কাছে স্পেন ও জার্মানি, ফ্রান্স হারল তিউনিসিয়ার কাছে এবং বেলজিয়ামও হারল মরোক্কোর কাছে—চমকের এখানেই শেষ নয়। শেষ পর্যন্ত বেলজিয়াম ও জার্মানির মতো বড় দল বিদায়ও নিয়েছে গ্রুপপর্ব থেকেই। কাল রাতে জার্মানির বিদায়ের সঙ্গে একটি প্রশ্নও উঠেছে। টমাস মুলার কি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচটা খেলেই ফেললেন?

জার্মানির হয়ে ১২১ ম্যাচ খেলা এবং ২০১৪ বিশ্বকাপজয়ী মুলার এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি। ২০১০ সালে জার্মান জাতীয় দলে ডাক পাওয়া এই ফরোয়ার্ড কাল কোস্টারিকার বিপক্ষে জার্মানির ৪–২ গোলে জয়ের পর জাতীয় দল থেকে নিজের অবসর প্রসঙ্গে কথা বলেন। ‘ই’ গ্রুপে জার্মানি নিজেদের শেষ ম্যাচটা জিতেও শেষ ষোলোয় উঠতে পারেনি। অন্য ম্যাচে স্পেনকে ২–১ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় ওঠে জাপান। রানার্সআপ হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে স্পেন। আর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে পরাশক্তি জার্মানি।

কাতার বিশ্বকাপে ভালো করতে না পারার হতাশা থাকবে মুলারের
ছবি: রয়টার্স

জার্মানির জার্সিতে ১২ বছরের ক্যারিয়ারের এখানেই সমাপ্তি কি না, এমন প্রশ্নের উত্তরে মুলার বলেছেন, ‘জার্মানির হয়ে এটা আমার শেষ ম্যাচ কি না, এ প্রসঙ্গে জার্মানির ভক্তদের কিছু বলতে চাই ; এটা (জাতীয় দলে খেলা) দুর্দান্ত আনন্দময় অভিজ্ঞতা ছিল। ধন্যবাদ। মাঠে সব সময় হৃদয় উজাড় করে খেলেছি। কখনো আনন্দাশ্রু আবার কখনো দুঃখ পেয়েছি। ভালোবেসেই সব করেছি। এখন সব বিষয় নিয়ে ভাবা প্রয়োজন।’

৩৩ বছর বয়সী মুলারের কথায় অবসরের ইঙ্গিত রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানাননি ২০১০ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কারজয়ী মুলার। ২০১৪ বিশ্বকাপে জার্মানির চ্যাম্পিয়ন হওয়ায়ও দারুণ অবদান ছিল তাঁর। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ও দ্বিতীয় সেরা খেলোয়াড় হিসেবে জিতেছিলেন ‘সিলভার বল’ ও ‘সিলভার বুট’।