রাফিনিয়া লেভানডফস্কির পর বার্সেলোনায় কুন্দে

বার্সেলোনায় এসেছেন জুলস কুন্দেছবি : টুইটার

অথচ এই বার্সেলোনাই নাকি খেলোয়াড় কেনার টাকা পাচ্ছিল না কিছুদিন আগে!

অন্তত ফ্রি দলবদলে চেলসি থেকে ডিফেন্ডার আন্দ্রেয়া ক্রিস্টেনসেন ও এসি মিলান থেকে মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির বার্সেলোনায় আসার পর এটাই মনে হচ্ছিল। তবে দলবদলের বাজারে এরপর বার্সেলোনা যা শুরু করল, তা দেখে কে বলবে এই দলটার আর্থিক অবস্থা এত খারাপ!

লিডস থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া, বায়ার্ন মিউনিখ থেকে দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রবার্ট লেভানডফস্কিকে আনার পর এবার আবারও রক্ষণে মনোযোগ দিয়েছে বার্সা। সেভিয়া থেকে ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেকে দলে এনেছে তারা। গতকাল আনুষ্ঠানিকভাবে কুন্দের দলে আসার ঘোষণা দিয়েছে কাতালানরা।

ওয়েবসাইটে বার্সেলোনা জানিয়েছে, ‘জুলস অলিভিয়ের কুন্দের দলবদলের ব্যাপারে বার্সেলোনা ও সেভিয়া সম্মত হয়েছে। শারীরিক পরীক্ষায় পাস করা ও চুক্তিতে সই করা সাপেক্ষে সে বার্সেলোনার খেলোয়াড় হয়ে যাবে, দুই ক্লাবই নিশ্চিত করছে বিষয়টা।’

বার্সেলোনায় আসার পর প্রথম সাক্ষাৎকার
ছবি : টুইটার

কিছুদিন আগেও কুন্দে চেলসিতে যাওয়ার ব্যাপারে কথাবার্তা পাকাপাকি করে রেখেছিলেন। বার্সেলোনার আগ্রহ দেখে চেলসির প্রস্তাব দূরে ঠেলে দিতে দুবারও চিন্তা করেননি এই ডিফেন্ডার। কুন্দের জন্য দলবদল ফি বাবদ পাঁচ কোটি ইউরো খরচ করছে বার্সেলোনা। পরে পারফরম্যান্স বোনাস বাবদ আরও আয় করার সুযোগ থাকছে সেভিয়ার সামনে।

চেলসিতে যেতে যেতে বার্সেলোনার ডাকে কেন সাড়া দিলেন কুন্দে? এর পেছনে বার্সেলোনার কোচ জাভির ভূমিকাই সবচেয়ে বেশি। বার্সেলোনার খেলোয়াড় হিসেবে প্রথম সাক্ষাৎকারে কুন্দে নিজেই জানিয়েছেন সেটা, ‘আমার এখানে আসার অন্যতম কারণ জাভি। তিনি আমার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। তিনি যেভাবে আমার সঙ্গে কথা বলতেন সেটা শুনেই আমি বার্সেলোনায় আসার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি।’