গার্দিওলা মনে করেন তাঁর সবকিছুই ব্যর্থতা হিসেবে দেখা হবে
কী জেতেননি পেপ গার্দিওলা! লা লিগা, বুন্দেসলিগা, প্রিমিয়ার লিগ জিতেছেন একাধিকবার। চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন সম্ভাব্য সবকিছু। তবে এরপরও সমালোচকেরা তাঁর পিছু ছাড়ছেন না। সমালোচকদের যুক্তি—লিওনেল মেসি-জাভি-ইনিয়েস্তাদের ছাড়া চ্যাম্পিয়নস লিগ জিততে পারেন না গার্দিওলা।
পরিসংখ্যানও অবশ্য এ কথার স্বপক্ষেই যুক্তি দেয়। কারণ, ২০১১ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার পর আর এ শিরোপা জিততে পারেননি গার্দিওলা। ম্যানচেস্টার সিটির এই কোচ অবশ্য মনে করেন, সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগে জিতলেও সমালোচকেরা তাঁর সমালোচনা করা বন্ধ করবেন না।
প্রিমিয়ার লিগে ম্যান সিটিকে অপ্রতিরোধ্য এক শক্তিতে পরিণত করলেও এখনো চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি গার্দিওলা। ফেবারিট হিসেবে যাত্রা শুরু করেও প্রতিবারই হতাশ হয়ে ফিরতে হয়েছে। এর কারণ হিসেবে অনেকে আবার বড় ম্যাচে গার্দিওলার পরীক্ষা–নিরীক্ষাকেও দায়ী করেন। চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে গার্দিওলার শেষ ষোলোর লড়াই আজ শুরু। আজ রাতে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে তারা।
এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা নিজের অর্জন নিয়ে সন্তুষ্টির কথাই বলেছে,‘আমার ক্যারিয়ার যদি কালকেই শেষ হয়ে যায়, বার্সা, বায়ার্ন ও সিটির হয়ে ইউরোপে ও অন্য প্রতিযোগিতায় যা করেছি, তা নিয়ে বেশ খুশিই থাকব। এত কম সময়ে এর চেয়ে বেশি কিছু আমি প্রত্যাশা করতে পারি না। শুধু সাফল্য নয়, যেভাবে আমরা ফুটবলটা খেলেছি, আমার বেশ ভালো লেগেছে। এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারি না। আমরা সেরাটা দিয়ে শেষ আটে যেতে চাই, এরপর যা হওয়ার হবে। দিন শেষে কী হবে, তা ভাগ্যে লেখা হয়ে গেছে।’
ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সম্প্রতি উঠেছে আর্থিক অনিয়মের শতাধিক অভিযোগ। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি হতে পারে প্রিমিয়ার লিগের এই ক্লাবের। এ ইস্যুতে সমালোচকদের ধুয়ে দিয়েছিলেন গার্দিওলা। আবারও গার্দিওলার কথাতে বোঝা গেল, ক্ষোভটা এখনো কমেনি তাঁর, ‘মাঝেমধ্যে আমরা শিরোপার কাছাকাছি ছিলাম, কখনো আবার লড়াই করতে পারিনি। আমার মনে হয়, সবাই মিলে আমরা যা করেছি, তাকে ব্যর্থতা হিসেবেই দেখা হবে। ব্যক্তিগতভাবে আমি আগে যা করেছি, সামনে যা করব, সবকিছুই ব্যর্থতা হিসেবেই দেখা হবে। কোনো কিছুই তাদের (সমালোচক) জন্য যথেষ্ট নয়।’