বোতলে লাথি মেরেই প্রতিপক্ষের ডাগআউটের দিকে দৌড় গার্দিওলার
৩ গোল দেওয়ার পর ১ গোল হজম করলেও প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটা তখন ম্যানচেস্টার সিটির নিয়ন্ত্রণেই ছিল। তবু ৮৩ মিনিটে নিজ দলের গোল মিস করাটা যেন সহ্য হলো না ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার। রাগটাও তাই আর পারলেন না নিয়ন্ত্রণে রাখতে।
হাতের কাছে কিছু না পেলেও পায়ের কাছে পেয়ে গিয়েছিলেন পানির বোতল। শিষ্যের গোল মিস করার জ্বালাটা স্প্যানিশ কোচ মেটাতে গেলেন বোতলে লাথি মেরে। গার্দিওলার লাথির সঙ্গে বোতলটা যেন বিদ্যুৎ-গতিতে ছুটে গেল প্রতিপক্ষ লিডসের ডাগআউটের দিকে। ভিডিওতে দেখা না গেলেও বোঝা যাচ্ছিল, বোতলটি লিডস ডাগআউটে বসে থাকা কারও গায়ে গিয়ে আঘাত করেছে।
হঠাৎ লাথি মেরে কাজটা যে ঠিক করেননি, বুঝতে খুব বেশি সময় লাগল না গার্দিওলারও। মাথায় হাত দিয়ে ক্ষমা চাইতে তাৎক্ষণিকভাবে ছুটে যান প্রতিপক্ষের ডাগআউটের দিকে। গার্দিওলার এই কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পরিবর্তে অবশ্য হাসাহাসিই হয়েছে বেশি। মেইল অনলাইনের খবরটির নিচেও গার্দিওলার এই কাণ্ড নিয়ে মজা করেছেন অনেক সমর্থক।
একজন লিখেছেন, ‘এমন ভুল আমরা সবাই অনেক সময় করি। আমার মনে হয় গার্দিওলার প্রতিক্রিয়া সঠিক ছিল। আমার মনে হয় না, সে ইচ্ছা করে কাউকে আঘাত করেছে।’ অন্য একজন মজা করে লিখেছেন, ‘সে বর্তমানে খেলা অনেক খেলোয়াড়ের চেয়ে ভালো শট নিতে পারে।’ আরেকজন লিখেছেন, ‘গার্দিওলার এই কাজটা মোটেই ইচ্ছাকৃত ছিল না।’ তবে কেউ কেউ অবশ্য গার্দিওলার এই কাজের সমালোচনাও করেছেন। এমনকি শাস্তির দাবিও করেছেন কয়েকজন।