ফিরেই বেনজেমার হ্যাটট্রিক, রিয়ালের দাপুটে জয়

আলমেরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেছেন করিম বেনজেমাছবি : টুইটার

রিয়াল মাদ্রিদ ৪ : ২ আলমেরিয়া

প্রথমেই ওপরের স্কোরলাইনের দিকে তাকান। কিছু কি মনে পড়ে? রিয়াল মাদ্রিদের আগের ম্যাচেরও স্কোরলাইন ছিল ৪–২। তবে রিয়াল করেছিল ২ গোল আর জিরোনা ৪। আরও স্পষ্ট করে বললে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাতি কাস্তেয়ানোসের একার ৪ গোলে মঙ্গলবার রাতে বিধ্বস্ত হয় লস ব্লাঙ্কোসরা।

তবে সে রাতে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন রিয়াল কোচ আনচেলত্তি। পায়ে হালকা ব্যথা অনুভব করলেও খেলার মতো ফিট ছিলেন করিম বেনজেমা। কিন্তু টানা খেলার ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতে দলের অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চাননি আনচেলত্তি। সেটার মাশুল দিতে হয়েছে ওই বিব্রতকর হারে।

তবে আজ আর ছাড় দেননি আনচেলত্তি। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল আলমেরিয়া হলেও শুরু থেকে খেলেছেন বেনজেমা। ফেরার ম্যাচেই রিয়াল স্ট্রাইকার পেয়েছেন হ্যাটট্রিক; সেটাও প্রথমার্ধে! রিয়ালও আলমেরিয়াকে উড়িয়ে দিয়েছে ৪–২ ব্যবধানে।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে অন্য গোলটি করেন করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। আলমেরিয়ার হয়ে ব্যবধান কমান লাজারো ও লুকাস রর্বাতোনে।

এ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান আবারও আটে নামিয়ে আনল রিয়াল। এই মুহূর্তে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৬৮, বার্সার ৭৬। অবশ্য রিয়ালের ম্যাচ শেষ হতে না হতেই বেতিসের বিপক্ষে খেলতে নেমেছে জাভি হার্নান্দের বার্সা। এ ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান আবারও ১১–তে নিয়ে যাবে কাতালানরা।

আরও পড়ুন

বেনজেমা হ্যাটট্রিক করবেন আর রেকর্ড হবে না, তা কি হয়? আজকের হ্যাটট্রিকেও একগুচ্ছ রেকর্ড গড়েছেন বেনজেমা। ক্যারিয়ারের প্রথমবার প্রথমার্ধে ৩ গোল করে লা লিগা ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বেনজেমা। পেছনে ফেলেছেন তাঁর পূর্বসূরি হুগো সানচেজকে। রিয়ালের সাবেক ফরোয়ার্ড সানচেজ লা লিগায় করেছেন ২৩৪ গোল। বেনজেমার গোল এখন ২৩৬টি।

এখানেই শেষ নয়। এক মাসে ৩ হ্যাটট্রিকের বিরল কীর্তিও গড়েছেন বেনজেমা। আজকের আগে ৫ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালে বার্সার বিপক্ষে ও ২ এপ্রিল লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেন ফরাসি তারকা।

একাই ৪ গোল করে ‘কাস্তেয়ানোস ক্ষতে’ প্রলেপ দেওয়ার সুযোগও এসেছিল বেনজেমার। কিন্তু ৮৫ মিনিটে তাঁর শটে বল বাঁ পাশের পোস্টে লেগে ফেরে। ৪ মিনিট পর মার্কো আসেনসিওর শট বাধা পায় ডান পোস্টে। যোগ করা সময়ে তাঁর আরেকটি শট বারে লেগে ফেরে। নয়তো রিয়ালের ‘সেভেন আপ’টাও হয়ে যেত। তবে বেনজেমাময় রাতে যা হয়েছে, সেটাই বা কম কি?