‘গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন’
এই শতকের তো বটেই, সর্বকালের সেরা কোচের তালিকাতেও বেশ ওপরের দিকে থাকবে পেপ গার্দিওলার নাম। অনেকের কাছে আধুনিক ফুটবলের কোচিংয়ে গার্দিওলাই শেষ কথা। প্রায় দেড় দশক ধরে কৌশলগত দিক থেকে রাজত্ব করছেন গার্দিওলা।
চলতি মৌসুমের বিপর্যয় বাদ দিলে প্রায় প্রতি মৌসুমেই সমানভাবে সাফল্য পেয়েছেন স্প্যানিশ এই কোচ। কিন্তু এমন সাফল্যের পরও কেউ কেউ আছেন, যাঁরা গার্দিওলাকে ফুটবলের জন্য ক্ষতিকর মনে করেন। আর এই তালিকায় যাঁরা আছেন, তাঁদের একজন সাবেক তারকা কোচ ফাবিও কাপেলো।
কোচ হিসেবে দারুণ সফল কাপেলো কোচিং ক্যারিয়ারে এসি মিলান, জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন। জিতেছেন চ্যাম্পিয়নস লিগসহ একাধিক লিগ শিরোপাও। ইতালিয়ান এই কোচের অধীনে খেলেছেন জিনেদিন জিদান, রোনালদো নাজারিও, লুইস ফিগো, রবার্তো কার্লোস, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও পাওলো মালিদিনির মতো তারকারা।
এমনকি যে গার্দিওলাকে নিয়ে কথা বলেছেন, তাঁকেও এএস রোমায় সামলেছেন কাপেলো। যদিও দুজনের মধ্যে মতের মিল ছিল সামান্য, যা নিয়ে সে সময় বিরোধও হয়েছিল তাঁদের।
নিজের শিষ্যকে নিয়ে কথা বলতে গিয়ে কাপেলো বলেছেন, গার্দিওলা ফুটবলের অনেক ক্ষতি করেছেন। পাশাপাশি অবশ্য ফুটবলে কাপেলো যে তিনটি বিপ্লবের সাক্ষী হয়েছেন, সেখানে গার্দিওলার বার্সেলোনাকেও রেখেছেন। বাকি দুটি হচ্ছে ইয়োহান ক্রুইফের আয়াক্স এবং আরিগো সাচ্চির এসি মিলান।
সাম্প্রতিক সময়ে বেশ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে গার্দিওলার সিটি। গার্দিওলার সমালোচক হিসেবে তাঁর দলের এই পতন উপভোগ করছেন কি না জানতে চাইলে কাপেলো বলেছেন, ‘না না, একেবারেই না। আমি কিন্তু কোচ হিসেবে গার্দিওলাকে উচ্চমানের মনে করি। সে অসাধারণ সব কাজ করেছে। আমি ফুটবলে তিনটি বিপ্লবের ভেতর দিয়ে বেঁচেছি: ক্রুইফের আয়াক্স, সাচ্চির মিলান ও গার্দিওলার বার্সা। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই।’
গার্দিওলার সঙ্গে নিজের মতের অমিলের প্রসঙ্গ টেনে কাপেলো বলেছেন, ‘আপনি কি জানেন আমি গার্দিওলার কোন দিকটা অপছন্দ করি? তার ঔদ্ধত্য। যে চ্যাম্পিয়নস লিগটি গার্দিওলা সিটির হয়ে জিতেছে, সেটি হচ্ছে একমাত্র চ্যাম্পিয়নস লিগ, যেখানে সে উদ্ভট কিছু করার চেষ্টা করেনি। কিন্তু অন্য বছরগুলোয় ম্যানচেস্টার সিটি ও মিউনিখের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় সে নায়ক হতে চেয়েছে। সে বিষয়গুলো এমনভাবে বদলে দিত, যাতে বলতে পারে, ‘খেলোয়াড়েরা জেতেনি, আমি জিতেছি’। এই ঔদ্ধত্যর ফলে কয়েকটি চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া করেছে। আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু এসবও আমি পরিষ্কারভাবে দেখি। এ ছাড়া ফুটবলের সে অনেক ক্ষতিও করেছে।’
কীভাবে গার্দিওলা ফুটবলের ক্ষতি করেছেন, সেটি ব্যাখ্যা করে কাপেলো আরও বলেছেন, “সবাই ১০ বছর ধরে তাকে নকল করার চেষ্টা করছে, যা ইতালিয়ান ফুটবলকে ধ্বংস করে দিয়েছে, এর ফলে ইতালির ফুটবল তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলল। আমি বলেছি, ‘এটা বন্ধ করো, তোমার গার্দিওলার খেলোয়াড় হওয়ার দরকার নেই।’ তারা শুধু বল স্পর্শ করেই সময় পার করে দেয়। এখন ইতালির ফুটবলে গোলকিপাররা আক্রমণ শুরু করে। এটা একটা বিপর্যয় এবং একই সঙ্গে এটি একঘেয়েমি তৈরি করে মানুষকে ফুটবল থেকে দূরে সরিয়ে দেয়। তারা শুধু হাইলাইটস দেখে। কেন আপনি ৯০ মিনিট ধরে কোনো লড়াই কিংবা দৌড় ছাড়া শুধু পাস দেখবেন? সৌভাগ্যবশত ফুটবল বদলাচ্ছে। প্রথম যে বিষয়টি স্পেনে বদলেছে, সেটি হচ্ছে দুজন উইঙ্গার নিয়ে দ্রুতগতির ফুটবল খেলে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নসশিপ জিতেছে।”