ক্লাব বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে রিয়াল
টুর্নামেন্ট শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি। কিন্তু রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছে ৮ ফেব্রুয়ারি। ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ইউরোপের চ্যাম্পিয়নরা সরাসরি খেলেছে সেমিফাইনালে। সেখানে তারা মিসরের ক্লাব আল–আহলিকে হারিয়েছে ৪–১ গোলে। বাংলাদেশ সময় আজ রাত একটায় রিয়াল মাদ্রিদ ফাইনালে মুখোমুখি হবে সৌদি আরবের ক্লাব আল–হিলালের।
ছোট আর সংক্ষিপ্ত এক টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্ট জিততে পারলেও ট্রফির সঙ্গে মোটামুটি ভালো অঙ্কের অর্থই ব্যাগে ভরতে পারবে রিয়াল মাদ্রিদ। ২০১৪ থেকে ২০১৮—এই পাঁচ বছরের মধ্যে চারবারই ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা রিয়াল এবারও টুর্নামেন্টটি জিতলে কত টাকা পাবে?
মরক্কোর রাবাতে আল–হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলে রিয়ালের ব্যাংকে জমা হবে ৫০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২ কোটি ৩২ লাখ টাকা। রানার্সআপ দল যা পাবে, সেটাও এর চেয়ে খুব একটা কম নয়—৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ৪১ কোটি ৮৫ লাখ টাকা।
ফাইনালের আগে মরক্কোর তানজিয়ারে শুরু হয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো ও মিসরের আল–আহলির মধ্যকার ম্যাচটি হবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় শুরু হয়েছে। এ ম্যাচেও আছে অর্থের হাতছানি। তৃতীয় হওয়া দল পাবে ২০ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১ কোটি ৪৫ লাখ টাকা। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হেরে যাওয়া দল পাবে ২০ লাখ মার্কিন ডলার (২০ কোটি ৯২ লাখ টাকা)।
দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া এমএলএসের ক্লাব সিয়াটল সাউন্ডার্স ও মরক্কোর ওয়াইদাদ কাসাব্লাঙ্কার প্রতিটি পাবে ১০ লাখ ডলার বা ১০ কোটি ৪৬ লাখ টাকা করে। এ ছাড়া প্রথম রাউন্ডে আল–আহলির কাছে হেরে যাওয়া নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি পাবে পাঁচ লাখ ডলার (৫ কোটি ২৩ লাখ টাকা)।