খেলোয়াড়দের দাম নির্ধারণে কম্পিউটারের সাহায্য নিতে বললেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরয়টার্স

টোকিওতে গতকাল অনুষ্ঠিত হলো ফিফার পরিচালনা পর্ষদের বার্ষিক আইনবিষয়ক কনফারেন্স। সেখানে দলবদলে খেলোয়াড়দের দাম নির্ধারণ নিয়ে আবারও কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্রচলিত পদ্ধতি হলো, দলবদলে খেলোয়াড়দের দাম নির্ধারণ করে ক্লাব। ইনফান্তিনোর যুক্তি, খেলোয়াড়ের দাম ক্লাব নয়, কম্পিউটারে অ্যালগরিদম পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হোক।

ইনফান্তিনো এর আগেও এই পরামর্শ দিয়েছেন। কয়েক বছর ধরেই বিষয়টি আলোচনায় আছে। এখন বৈশ্বিক দলবদলের বাজারের মোট মূল্য বছরে এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে পুরোনো প্রসঙ্গটি আবারও টেনে সামনে নিয়ে এলেন ফিফা সভাপতি।

আরও পড়ুন

ফুটবলের আইনজীবীদের ইনফান্তিনো বলেছেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় এখন আমাদের এ বিষয় (দলবদল) এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলা প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যায়, ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টদের সাহায্য করতে এবং দলবদল প্রক্রিয়াটা পরিচ্ছন্ন রাখতে খেলোয়াড়ের ন্যায্যমূল্যটা অ্যালগরিদম পদ্ধতিতে নির্ধারণ করা যায় এবং এটা নিয়ে কথা বলার সময়ও এসেছে।’

তবে ফিফা এ প্রক্রিয়া (অ্যালগরিদম) পাস করার পর সেটি কীভাবে খেলোয়াড়দের দাম নির্ধারণ করবে এবং ক্লাবগুলো সেই দাম মেনে নেবে কি না এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনের সঙ্গে তা কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে, সেসব এখনো আলোচনার বিষয়। প্রায় ছয় সপ্তাহ আগে লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস সুপার লিগ নিয়ে যে রায় দিয়েছেন, তাতে ফুটবলের দুই নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফা কিন্তু জয় পায়নি।

২০১৭ সালে দলবদলে দামের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। পরে পিএসজি ছেড়ে যোগ দেন আল হিলালে
এএফপি

২০১৭ সালে দলবদল নিয়ে ফিফা টাস্ক ফোর্স গঠন করে। এরপর মাঝেমধ্যেই কম্পিউটারের মাধ্যমে খেলোয়াড়দের দাম নির্ধারণ নিয়ে কথা বলা হয়েছে ফিফার পক্ষ থেকে। তবে ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। ২০১৭ সালেই দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড (২২ কোটি ২০ লাখ ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। সেই রেকর্ড আজও অক্ষত।

আরও পড়ুন

নেইমারের দলবদলের কয়েক সপ্তাহ পর মোনাকো থেকে কিলিয়ান এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় দলে ভেড়ায় পিএসজি। ফরাসি তারকার সঙ্গে এ বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। এমবাপ্পে চুক্তি নবায়ন না করলে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাব ছাড়বেন। ফলে পিএসজি তাঁকে ছাড়ার বিনিময়ে এক পয়সাও পাবে না।

সুইজারল্যান্ডের নুশাতেল বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স ও ফুটবল গবেষণায় প্রতিবছর প্রচুর ডলার ঢালছে ফিফা। তারা জানিয়েছে, ২০১০ সাল থেকে খেলোয়াড়দের দলবদলে অ্যালগরিদম পদ্ধতির প্রয়োগ নিয়ে কাজ করা হচ্ছে।

সিআইএসের হিসাবে এখন বেলিংহামের বাজার মূল্য সবচেয়ে বেশি
ইনস্টাগ্রাম

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সিআইএস গত জানুয়ারিতে জানিয়েছিল, রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহাম এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের বর্তমান বাজারমূল্য ন্যূনতম ২৫ কোটি ইউরো করে। সঠিক অঙ্কটা হলো—বেলিংহামের বর্তমান বাজারমূল্য ২৬ কোটি ৮০ লাখ ইউরো, হলান্ডের ২৫ কোটি ১০ লাখ ইউরো এবং ভিনিসিয়ুসের ২৫ কোটি ইউরো। চুক্তিপত্রের মেয়াদ অন্তত তিন বছর বাকি থাকলে খেলোয়াড়দের এই র‌্যাঙ্কিংয়ের আওতায় নিয়ে আসে সিআইএস।

তথ্য-উপাত্তকেন্দ্রিক এ গবেষণাপ্রতিষ্ঠান খেলোয়াড়দের বর্তমান বাজারমূল্য নির্ধারণে বয়স, চুক্তির মেয়াদ, আন্তর্জাতিক রেকর্ড, ক্লাবের অবস্থান ও পরিচিতি এবং বৈশ্বিক অর্থনীতি বিবেচনা করে থাকে। তবে ফুটবলকেন্দ্রিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটে এসব তারকা খেলোয়াড়ের দাম কম ধরা হয়েছে। ট্রান্সফারমার্কেটে বেলিংহাম, এমবাপ্পে ও হলান্ডের বর্তমান দাম ১৮ কোটি ইউরো।

আরও পড়ুন