লিভারপুলের ১৯ বছর বয়সীর চোখ ধাঁধানো গোল
ইয়ুর্গেন ক্লপের কথা শুনলেই লিভারপুলের জয়ের আকাঙ্ক্ষাটা বোঝা যায়। এমন একটা জয়ের জন্য লিভারপুল কোচ নাকি যুগ যুগ ধরে অপেক্ষায় ছিলেন! অথচ ম্যাচটা এফএ কাপ তৃতীয় রাউন্ডের। উলভারহ্যাম্পটনের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। কাল রাতের এই জয় ক্লপের জন্য সত্যিই স্বস্তির। নতুন বছরে এটাই যে লিভারপুলের প্রথম জয়! আর সেই জয়ে চোখ ধাঁধানো গোল করেছেন লিভারপুলের ১৯ বছর বয়সী মিডফিল্ডার হার্ভে এলিয়ট।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলের হারে নতুন বছর শুরু করেছিল লিভারপুল। তারপর এফএ কাপে ঘরের মাঠে এই উলভারহ্যাম্পটনের বিপক্ষেই ২-২ গোলে ড্র করেছিল। এরপর গত শনিবার ব্রাইটনের কাছে হেরেছে ৩-০ গোলে। শেষ পর্যন্ত কাল রাতে জয়ের দেখা পাওয়ার পর লিভারপুল কোচ ক্লপ বলেছেন, ‘মনে হচ্ছে ভালো খেলে জয়ের অনুভূতিটা টের পেয়েছিলাম কয়েক যুগ আগে। আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়েছে, তবে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’
ম্যাচের শুরুতে বিদ্যুৎ-বিভ্রাটের কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তবে লিভারপুলের দর্শকদের হতাশ হতে হয়নি। ম্যাচের ১৩ মিনিটে হার্ভে এলিয়টের করা গোলে দর্শকের পয়সা উশুল হওয়ার কথা। থিয়াগো আলকানতারার পাস পেয়ে মাঝমাঠ থেকে আরও এগিয়ে যান এলিয়ট। উলভারহ্যাম্পটনের ডিফেন্ডাররা এ সময় তাঁকে কোনো বাধা দেননি। ৩০ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন এলিয়ট।
আগের ম্যাচের একাদশে আটটি পরিবর্তন এনে এই ম্যাচে দল সাজিয়েছিলেন ক্লপ। এই ঢালাও পরিবর্তনের অংশ হিসেবে এলিয়টকে মাঠে নামিয়ে ফলটা হাতেনাতেই পেলেন ক্লপ।
এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। প্রিমিয়ার লিগে গত শনিবার এই দলের কাছেই পর্যুদস্ত হয়েছিল ক্লপের দল।
ম্যাচ শেষে এলিয়ট জানিয়েছেন, দূরপাল্লার শট নিয়েছেন সতীর্থ জেমস মিলনারের কথায়, ‘মিলি (মিলনার) চিৎকার করে শট নিতে বলেছে। তাই শট নিয়েছি। সে যেন আমাকে আরও বেশি বেশি শট নিতে বলে, কারণ তাতে কাজ হয়।’