আমি হ্যারি পটার নই, বললেন বিরক্ত টেন হাগ

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগএএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে তিন ম্যাচের দুটিতেই হার। এর মধ্যে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লিভারপুলের কাছে বিধ্বস্ত ৩–০ ব্যবধানে। ম্যানচেস্টার ইউনাইটেডের এমন হারের পর কোচ এরিক টেন হাগ বলেছেন, তিনি হ্যারি পটার নন যে জাদুবলে দল দ্রুত বদলে দেবেন। তবে মৌসুমের শেষ দিকে ইউনাইটেড ট্রফি হাতে তোলার বড় সুযোগ তৈরি করতে পারবে বলে বিশ্বাস তাঁর।

গতকাল রাতে ওল্ড ট্রাফোর্ডে টেন হাগ যে একাদশ নামান, তাতে ছয়জনই তাঁর সই করানো। এমনকি লিভারপুলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দর্শকদের সামনে নতুন খেলোয়াড় উরুগুয়ের মানুয়েল উগার্তেকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে মাঠে ফল অনুকূলে না থাকায় ইউনাইটেড সমর্থকদের একটি অংশ কোচের ওপর ক্ষুব্ধ। প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ড শেষে ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে।

লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর ইউনাইটেডের নেতিবাচক ফল নিয়ে জিজ্ঞেস করা হলে কিছুটা বিরক্ত হয়েই উত্তর দেন টেন হাগ। কেউ যেন তাঁর কাছ থেকে জাদুকরী ফল আশা না করেন, সে কথা বলতে গিয়ে জনপ্রিয় কাল্পনিক চরিত্র হ্যারি পটারের তুলনা টানেন এই ডাচ কোচ, ‘আমি তো হ্যারি পটার নই। আপনাদের এটা বুঝতে হবে। তিনজনই তো মৌসুমে আজই (গতকাল) প্রথম একাদশে খেলেছে।’

টেন হাগের মতে, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য খেলোয়াড়দের সময় দিতে হবে, ‘উগার্তে তো এখনো একটা মিনিটও খেলেনি। তাকে ফিটনেসে উন্নতি করতে হবে। তারপর দলের সঙ্গে যুক্ত হবে। আমি নিশ্চিত সে ভালো অবদান রাখতে পারবে। সেটার জন্য কয়েক সপ্তাহ এমনকি এক মাসও লেগে যেতে পারে। আরও কয়েকজন ফুটবলারের ক্ষেত্রেও একই কথা।’

আরও পড়ুন

এ বছর ইতালিয়ান ক্লাব বোলোনিয়া থেকে ডাচ স্ট্রাইকার জশুয়া জির্কজিকে নিয়ে এসেছেন টেন হাগ। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড লিভারপুলের বিপক্ষে বেশ কিছু লক্ষ্যহীন পাস দিয়েছেন, ম্যাচের অন্যতম বড় সুযোগ নষ্ট করেছেন বাইরে বল মেরে। এ ছাড়া রক্ষণে নড়বড়ে দেখা গেছে বায়ার্ন মিউনিখ থেকে আনা ম্যাথিস ডি লিখটকে। ইংলিশ মিডফিল্ডার কোবি মাইনুও মাঝমাঠে বল ফসকেছেন একাধিকবার।

বল দখলে বারবার খেই হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
রয়টার্স

ইউনাইটেড একই ধরনের ভুল দুই বছর ধরে করে যাচ্ছে, এক সাংবাদিক এমন প্রসঙ্গ তুললে তাঁর সঙ্গে তর্কে জড়ান টেন হাগ। প্রথমেই বলেন, ‘কোন ভুলগুলোর কথা বলছেন আমাকে ব্যাখ্যা করেন।’ এরপর যোগ করেন, ‘আপনি কি নিশ্চিত? আমার তো মনে হয় না। একই ভুল দুই বছর ধরে চললে তো আমরা ট্রফি জিততাম না। আমি দুঃখিত। আমার তো মনে হয় গত দুই বছরে ম্যানচেস্টার সিটির পর আমরাই সবচেয়ে বেশি ট্রফি জিতেছি। আমি এই মুহূর্তে সেসব বলতে চাই না। আজকের (কালকের) ফল আমাদের সমর্থকদের জন্য বেদনাদায়ক। আমাদের এখন বিনয়ী থাকতে হবে।’

আরও পড়ুন

টেন হাগের অধীনে ইউনাইটেড সর্বশেষ দুই মৌসুমে একটি লিগ কাপ এবং একটি এফএ কাপ জিতেছে। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় মৌসুম কাটানো এই কোচের মতে এবারও মৌসুমের শেষ দিকে ট্রফি জয়ের সুযোগ তৈরি করবে তাঁর দল, ‘মৌসুমের মাত্র তৃতীয় ম্যাচ গেল। একটা ব্যাপার আমি অনেকবারই বলেছি যে আমাদের নতুন দল তৈরি করতে হবে। আমাদের উন্নতি করতে হবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে মৌসুমের শেষ দিকে আরেকটি ট্রফি হাতে তোলার বড় সুযোগ পাব আমরা।’