‘ভিনিসিয়ুস, বেলিংহাম...বিশ্বের সেরা ৬ ফুটবলার রিয়ালে’

জিরোনার বিপক্ষে গোলের পর ভিনিসিয়ুসএএফপি

লা লিগায় শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ম্যাচ ভাবা হচ্ছিল রিয়াল মাদ্রিদ-জিরোনার গতকালের ম্যাচটিকে। বলা হচ্ছিল, পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের এই লড়াইয়ে যারা জিতবে, শিরোপা–লড়াইয়ে সে দল দারুণভাবে এগিয়ে যাবে। এমন পরিস্থিতিতে গতকাল শীর্ষে থাকা রিয়ালের কাছে পাত্তাই পায়নি জিরোনা।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনা উড়ে গেছে ৪-০ গোলে। রিয়ালের এ জয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এক গোল করার পাশাপাশি সহায়তা করেছেন আরও দুই গোলে।

আরও পড়ুন

গতকাল ম্যাচের ৬ মিনিটে ভিনিসিয়ুসই এগিয়ে দেন রিয়ালকে। পরে জুড বেলিংহাম ও রদ্রিগোর গোলে সহায়তাও করেন তিনি। ম্যাচ শেষে ভিনিকে দারুণভাবে প্রশংসায় ভাসিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন তাঁর দৃষ্টিতে ভিনিসিয়ুস এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। শুধু তা–ই নয়, এই মুহূর্তে বিশ্বের সেরা ৬ জন ফুটবলারই রিয়ালে খেলেন বলেও মন্তব্য করেছেন আনচেলত্তি।

জিরোনার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে নাম লেখানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে আনচেলত্তি বলেছেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করে চলেছেন, যে অন্য দলে খেলে। কিন্তু আমাদের দলে এরই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।’

ভিনি–বেলিংহামের উদ্‌যাপন
এএফপি

এ সময় ভিনিসিয়ুসকে সময়ের সেরা খেলোয়াড় উল্লেখ করে ইতালিয়ান এই কোচ বলেন, ‘সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে যখন এভাবে খেলে, তখন সে বিশ্বসেরা। এটা আমার ব্যক্তিগত অভিমত।’

আরও পড়ুন

ভিনিসিয়ুস ছাড়া বাকি সেরা কারা, জানতে চাইলে আনচেলত্তি দুই থেকে ছয় নম্বর সেরা খেলোয়াড়ের নাম তুলে ধরেন এভাবে, ‘বেলিংহাম দ্বিতীয় এবং তৃতীয় রদ্রিগো। এরপর আসবে ক্রুস, ভালভের্দে ও কামাভিঙ্গা।’ এ সময় নিজের দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন আনচেলত্তি, ‘আমি খুবই আনন্দিত। আমরা খুবই উঁচু স্তরের একটি ম্যাচ খেলেছি। আমাদের রক্ষণও খুব প্রতিশ্রুতিবদ্ধ ছিল।’