বার্সেলোনার আকর্ষণে স্প্যানিশ ভাষা শিখছেন হান্সি ফ্লিক, জার্মান সংবাদমাধ্যমের দাবি

হান্সি ফ্লিকএএফপি

চলতি মৌসুম শেষে খেলোয়াড়দের দলবদলের পাশাপাশি কোচদের দলবদলেও চোখ থাকবে সবার। নতুন মৌসুম শুরুর আগে একাধিক বড় ক্লাবের ডাগআউটে দেখা যাবে নতুন মুখ। এরই মধ্যে মৌসুম শেষে ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ এবং লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। দায়িত্ব হারাতে পারেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনোও

আরও পড়ুন

এ ছাড়া আরও কয়েকটি ক্লাবের কোচের পদে আসতে পারে পরিবর্তন। এখন চলছে কোন ক্লাবে কে কোচ হবেন, তা নিয়ে জল্পনাকল্পনা। সে ধারাবাহিকতায় এবার বার্সেলোনার সম্ভাব্য কোচের তালিকায় শোনা যাচ্ছে হান্সি ফ্লিকের নাম।

জার্মানির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর ফুটবল বিভাগের প্রধান ক্রিস্টিয়ান ফাল্ক জানিয়েছেন, ফ্লিক নিজেই নাকি বার্সেলোনার কোচ হতে মুখিয়ে আছেন। শুধু এটুকুই নয়, বার্সার কোচ হওয়ার জন্য তিনি নাকি স্প্যানিশ ভাষাও শেখা শুরু করেছেন।

নিজের এক্স অ্যাকাউন্টে করা এক টুইটে ফাল্ক লিখেছেন, ‘সত্যি: হান্সি ফ্লিক এরই মধ্যে স্প্যানিশ শিখছেন। জার্মানির এই সাবেক নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় আছেন। বার্সেলোনা কোচের চাকরিটা তাঁর কাছে আকর্ষণীয় মনে হচ্ছে।’ এ সময় বিল্ড টিভির একটি স্ক্রিনশট পোস্ট করেন ফাল্ক। যেখানে তাঁর কথা বলার ছবি দেখা যায়।

আরও পড়ুন

গত বছরের সেপ্টেম্বরে ব্যর্থতার দায়ে জার্মানি কোচের দায়িত্ব হারান ফ্লিক। ১৯২৬ সালে জার্মান জাতীয় দলের প্রধান কোচের পদ সৃষ্টির পর ৯৭ বছরের মধ্যে প্রথম চাকরি হারানো কোচও ছিলেন এই জার্মান। অথচ বায়ার্ন মিউনিখে সম্ভাব্য সব ট্রফি জিতে জার্মানির কোচ হয়েছিলেন ফ্লিক। কিন্তু ক্লাবের কোচ হিসেবে অপ্রতিরোধ্য ফ্লিক জাতীয় দলের দায়িত্ব নিতেই ফিকে হয়ে যান। তাঁর অধীন ১৭ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পায় জার্মানি। এমনকি বিশ্বকাপেও ভরাডুবি হয় চারবারের চ্যাম্পিয়নদের। বিদায় নিতে হয় গ্রুপ পর্বেই। যা শেষ পর্যন্ত ফ্লিকের বিদায়ের কারণ হয়েছে।

গত বছর সেপ্টেম্বরে জার্মানি কোচের চাকরি হারান ফ্লিক
ছবি: রয়টার্স

জার্মানি কোচের দায়িত্ব হারানোর পর অবশ্য ফ্লিক আর কোথাও কোচ হিসেবে যোগ দেননি। আর এখন নতুন খবর হচ্ছে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে বার্সার সম্ভাব্য কোচ হিসেবে মিকেল আরতেতা, জাবি আলোনসোসহ আরও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। চূড়ান্ত নামটি জানতে অবশ্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন