ভালভের্দে-আসেনসিওর গোলে ৩ পয়েন্ট তুলল রিয়াল মাদ্রিদ

রিয়ালকে প্রথম গোল এনে দেন ফেদে ভালভের্দেরয়টার্স

ভিনিসিয়ুস জুনিয়র যেভাবে একের পর এক সুযোগ নষ্ট করছিলেন, আরেক পাশে নিস্প্রভ হয়ে থাকলেন রদ্রিগো- মনে হচ্ছিল আবারও বুঝি পয়েন্ট খোয়াতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ!

তবে কার্লো আনচেলত্তিকে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি। ৭৮ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় দলকে গোল এনে দিলেন ফেদে ভালভের্দে। যোগ করা সময়ে স্কোরলাইন দ্বিগুণ করলেন বদলি নামা মার্কো আসেনসিও।

ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে ২-০ ব্যবধানের জয় নিয়ে।

এই জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনল রিয়াল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৫৬, রিয়ালের ৫১। কাতালান ক্লাবটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। রোববার রাতে কাদিজের বিপক্ষে খেলবে জাভি হার্নান্দেজের দল।

আরও পড়ুন

ওসাসুনার মাঠ এল সাদরের ম্যাচটিতে প্রথমার্ধ ছিল উত্তাপহীন। ছিল না গতি, ছিল না গোছালো এবং প্রতিপক্ষকে ভড়কে দেওয়া আক্রমণও। উত্তেজনা যেটুকু ছিল, বিরতির আগমুহূর্তে ঝামেলায় জড়িয়ে দুই দলের চারজনের হলুদ কার্ড দর্শন।

মাঠে একাধিকবার ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় ভিনিসিয়ুস জুনিয়রকে
রয়টার্স

বিরতির পর ৫২তম মিনিটে বল জালে জড়িয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে অফসাইডে সেটি বাতিল হয়ে যায়। এর তিন মিনিট পর প্রায় একক প্রচেষ্টায় গোল মুখে পৌঁছে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ওসাসুনা গোলরক্ষক সের্হিও হেরেরার দৃঢ়তায় সুযোগ কাজে লাগাতে পারেননি।

আরও পড়ুন

গোলের সুযোগ নষ্ট হয় ওসাসুনারও। ৬২ মিনিটে মোই গোমেজের শট পোস্টে লেগে ফিরে আসে। তিন মিনিট বাদে জন মোনকায়োলার শট পোস্টের পাশ দিয়ে চলে যায়।

ওসাসুনার ওই তৈরি করা ওই চাপের ভেতরেই গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। বল নিয়ে ডি বক্সে ঢুকে যাওয়া ভিনিসিয়ুস ফাঁকায় বল ফেললে পেছন থেকে ছুটে আসে পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন।

চলতি মৌসুমে এটি তাঁর ১২তম গোল।

বেনজেমাবিহীন রিয়াল জয় নিয়ে মাঠ ছেড়েছে
রয়টার্স

দশ মিনিট বাদে বল জালে জড়িয়ে দেন ভিসিসিয়ুসও। তবে ভিএআর চেকে অফসাইডে তা বাতিল হয়ে যায়।

রিয়াল দ্বিতীয় গোলটি পায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। রদ্রিগোর বদলি নামা আলভারো রদ্রিগেজের সহায়তায় বল জালে জড়ান দানি সেবায়োসের বদলে নামা আসেনসিও। ১৯ বছর বয়সী আলভারোর এটি রিয়াল মূল দলের হয়ে প্রথম ম্যাচ ছিল।

আরও পড়ুন