পকেটমার ভাড়া করে খেলোয়াড়দের ‘শিক্ষা’ দিলেন আর্সেনাল কোচ আরতেতা

কোচের বিভিন্ন উদ্ভাবনী কাণ্ডের মুখোমুখি হতে হয় আর্সেনাল খেলোয়াড়দেরএএফপি

অদ্ভুত ব্যাপারই বটে!

একজন কোচ তাঁর খেলোয়াড়দের ‘শিক্ষা’ দিতে পকেটমার ভাড়া করেছেন। তা–ও যেনতেন কোচ বা ক্লাবে নয়। এমন ঘটনা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের, কাণ্ডটি ঘটিয়েছেন কোচ মিকেল আরতেতা। পকেটমার দিয়ে খেলোয়াড়দের মূল্যবান জিনিস চুরি করানোর পরের ধারণাটিও বেশ চমকপ্রদ। এবারের মৌসুমে আর্সেনাল যেন ম্যানচেস্টার সিটির কাছ থেকে লিগ শিরোপা চুরি করে নিতে পারে!

২০০৪ সালের পর প্রিমিয়ার লিগ জিততে না পারা আর্সেনাল সর্বশেষ দুই মৌসুমেই ট্রফি হাতে তোলার সমূহ সম্ভাবনা জাগিয়েছিল। ২০২২–২৩ মৌসুমে বেশির ভাগ সময় পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও শেষ দিকে খেই হারিয়ে ট্রফি হাতছাড়া করে দলটি।

আর ২০২৩–২৪ মৌসুমে ট্রফিটা ফসকে যায় একেবারে শেষ দিন, মাত্র দুই পয়েন্টে এগিয়ে থেকে টানা চতুর্থ লিগ শিরোপা জেতে সিটি। পরপর দুই মৌসুমে নাগালে থাকা ট্রফি খুইয়ে ফেলায় আরতেতা এবার মাঠে ও মাঠের বাইরের সম্ভাব্য সব বিষয়ে খেলোয়াড়দের ট্রফিমুখী রাখতে মনোযোগী।

আর এটি মাথায় রেখেই খেলোয়াড়দের মূল্যবান এক শিক্ষা দিতে আর্সেনালের স্প্যানিশ কোচ অভিনব এক পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ না করে খবরে বলা হয়, আরতেতা আর্সেনাল খেলোয়াড়দের রাতের খাবারের সময় এক দল পেশাদার পকেটমার ‘ভাড়া’ করেছিলেন।

তাদের দায়িত্ব ছিল খেলোয়াড়দের ফোন এবং ওয়ালেট চুরি করা। খাবার শেষে আরতেতা খেলোয়াড়দের বলেন, তাঁরা যেন পকেট খালি করেন। ওই সময় পকেটে হাত দিয়ে তাঁরা বুঝতে পারেন, সেসব মূল্যবান জিনিস খোয়া গেছে।

আরও পড়ুন

এই ঘটনার মাধ্যমে খেলোয়াড়দের মাঠ ও মাঠে বাইরে সর্বাবস্থায় সতর্ক ও সাবধানী থাকার শিক্ষা দিতে চেয়েছেন আর্সেনাল কোচ, এমনটাই লিখেছে এএফপি। সর্বশেষ দুই মৌসুমে সম্ভাবনা জাগিয়েও ট্রফি জিততে না পারার বিষয়টি মাথায় রাখতেও বলেছেন আরতেতা, ‘আমি ওটা ভুলে যেতে চাই না। আমাদের মধ্যে ওই যন্ত্রণাটা থাকা দরকার, আমরা যা অর্জন করতে চাই তার জন্য ক্ষুধাটা থাকা দরকার। কারণ, এই প্রতিযোগিতটা অবিশ্বাস্য।’

আর্সেনাল কোচ মিকেল আরতেতা
এএফপি

আর্সেনালে অভিনব কাণ্ডের প্রয়োগ অবশ্য এবারই প্রথম নয়। গত মৌসুমে দলীয় বৈঠকে তিনি একটি জলপাই গাছ নিয়ে এসেছিলেন। সেটি খেলোয়াড়দের দেখিয়ে বলেছিলেন, এর শাখা–প্রশাখা হচ্ছে খেলোয়াড়েরা, আর গোড়া দলের অন্যান্য স্টাফ। এ ছাড়া উইন নামের একটি কুকুরকেও আর্সেনালের অনুশীলনে আনা হয়েছিল, যাতে খেলোয়াড়েরা একটি পারিবারিক অনুভূতি পান। তবে ৪২ বছর বয়সী আরতেতার এ সব উদ্ভাবনী ভাবনার চূড়ান্ত ফসল আর্সেনাল এখনো পায়নি।

আরও পড়ুন

তবে কাল থেকে শুরু ২০২৪–২৫ মৌসুমে লিগ ট্রফি জিততে নিজেদের সর্বোচ্চটা দিয়েই দল ঝাঁপিয়ে পড়বে বলে আশাবাদী আরতেতা, ‘আপনি যদি বিশ্লেষণ করেন, গত ১১ মাসে প্রিমিয়ার লিগে কী করেছি এবং পরিসংখ্যান দেখেন, তাহলে বলবেন যে আমাদের ট্রফি জেতা উচিত ছিল। বাস্তবতা হচ্ছে আমরা জিততে পারিনি। সুতরাং আমাদের এমন কিছু করতে হবে যেটা ম্যানচেস্টার সিটি এবং এর আগের অন্য ক্লাবগুলো করেছে। আমার মনে হয় ওই পার্থক্যগুলো আমরা বুঝতে পারছি। বড় ট্রফি জেতার ক্ষেত্রে ১০ শতাংশ, ৫ শতাংশ এমনকি ১ শতাংশই কিন্তু পার্থক্য গড়ে দেয়।’

আর্সেনাল মৌসুমে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল উলভসের বিপক্ষে।