লা লিগার সূচি প্রকাশ, জেনে নিন এল ক্লাসিকো কবে কোথায়
ক্লাব ফুটবলে সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ কোনটি? এ প্রশ্নের উত্তর হবে—তর্ক সাপেক্ষে এল ক্লাসিকো। তারকাবহুল দল, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থক গোষ্ঠী এবং লিগের প্রতিদ্বন্দ্বিতার কারণে রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এই ম্যাচ সব সময় বাড়তি গুরুত্ব পেয়ে থাকে। বিশেষ করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন বার্সা আর রিয়ালে খেলতেন, তখন এল ক্লাসিকোর উত্তেজনাও ছিল অন্য উচ্চতায়।
প্রথমে রোনালদো রিয়াল আর পরে মেসি বার্সেলোনা ছাড়ার পর সেই উত্তেজনায় কিছুটা ভাটা পড়েছে। তবে এখনো এল ক্লাসিকো ক্রীড়া ইতিহাসের সেরা দ্বৈরথগুলোর অন্যতম। এল ক্লাসিকোতে হারজিত দিয়েই অনেক সময় মৌসুমের ভাগ্য নির্ধারিত হয়ে যায় দুই দলের। তাই মৌসুমের সবার চোখ থাকে এল ক্লাসিকোর তারিখের দিকে। কেউ কেউ হয়তো এই তারিখগুলো ক্যালেন্ডারে চিহ্নও দিয়ে রাখেন। ক্যালেন্ডারে দাগিয়ে রাখার সময়টাও এবার চলে এসেছে। প্রকাশ করা হয়েছে লা লিগার নতুন মৌসুমের সূচি।
স্বাভাবিকভাবেই সূচি সামনে আসার পর সবার চোখ ছিল এল ক্লাসিকোর দিকে। লা লিগার নতুন সূচি অনুযায়ী রিয়াল–বার্সা প্রথম এল ক্লাসিকো এ বছরের ২৯ অক্টোবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস মাঠে। এরপর ফিরতি লেগে এ দুই দল মুখোমুখি হবে আগামী বছরের এপ্রিলের ২১ তারিখে। লিগের দ্বিতীয় এল ক্লাসিকোটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
গত মৌসুমে লা লিগার প্রথম ম্যাচে বার্নাব্যুতে রিয়াল জিতেছিল ৩–১ গোলে। পরের লেগে ক্যাম্প ন্যুতে এই হারের প্রতিশোধ নেয় বার্সা। এ বছরের মার্চের ম্যাচটিতে বার্সা জিতেছে ২–১ গোলে। তবে লা লিগায় সামগ্রিক হিসাবকে বিবেচনায় নিলে বার্সার চেয়ে রিয়ালের দাপটই ছিল বেশি। লা লিগায় ১৮৬ ম্যাচের ৭৭টিতেই জিতেছে মাদ্রিদের ক্লাবটি। বিপরীতে বার্সা জিতেছে ৭৪ ম্যাচে এবং ড্র হয়েছে ৩৫ ম্যাচ। তবে সর্বশেষ ৫ ম্যাচের ৩টিতেই জিতেছে বার্সা।
এল ক্লাসিকোর পর লা লিগার যে ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ, তা হলো মাদ্রিদ ডার্বি। দুই নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকো মাদ্রিদের এই লড়াইয়ের দিকেও চোখ থাকে ফুটবলপ্রেমীদের। লা লিগার শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দুই প্রতিবেশীর লড়াইয়ের। এ মৌসুমে মাদ্রিদ ডার্বির প্রথম ম্যাচটি হবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর। আতলেতিকোর মাঠে মুখোমুখি হবে দুই দল।
আর আগামী বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের লড়াইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে এই দুই দল। ১৩ আগস্ট থেকে শুরু হওয়া মৌসুমে রিয়াল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে হেতাফের বিপক্ষে। আর মৌসুমের শেষ ম্যাচে ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ রিয়াল বেতিস। অন্যদিকে বার্সেলোনা নিজেদের শেষ ম্যাচে আতিথ্য নেবে সেভিয়ার।