একাই চার গোল করলেন হলান্ড
ম্যানচেস্টার সিটি ৫:১ উলভস
গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো নব্বই মিনিটেও তাঁকে খুঁজে পাওয়া যায় না—আর্লিং হলান্ডকে নিয়ে এমন আলোচনা শোনা যায় প্রায়ই। কিন্তু একবার গোলের নেশায় পেয়ে বসলে যে তাঁকে আটকানো মুশকিল, সেটিই আরেকবার দেখালেন হলান্ড। আজ প্রিমিয়ার লিগে উলভসের বিপক্ষে একাই চার গোল করেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।
চলতি মৌসুমে হলান্ডের তৃতীয় হ্যাটট্রিক এটি, সিটির জার্সিতে দুই মৌসুম মিলিয়ে নবম। আজ গড়েছেন লিগে প্রথমার্ধের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করার বিরল কীর্তিও। হলান্ডের আরেকবার গোলমেশিন হয়ে ওঠার দিনে সিটি উলভারহ্যাম্পটনকে হারিয়েছে ৫-১ গোলে। দলের অপর গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ।
এ জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ভালোমতোই টিকে রইল সিটি। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৩।
ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচটিতে হলান্ডের করা প্রথম তিন গোলের দুটিই পেনাল্টি থেকে। ১২ মিনিটে ইয়োস্কো গাভারদিওল ফাউলের শিকার হলে পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন হলান্ড। ৩৫তম মিনিটে করা দ্বিতীয় গোলটি আসে হেড থেকে।
রদ্রির ক্রস থেকে আসা বল দীর্ঘ উচ্চতা কাজে লাগিয়ে লাফিয়ে চমৎকার হেড নেন হলান্ড। ৪৫ মিনিটে উলভস সেন্টার ব্যাক নেলসন সেমেদো হলান্ডকে বক্সের মধ্যে ফেলে দিলে ভিএআর চেকের মাধ্যমে আরেকটি পেনাল্টি পায় সিটি। যা কাজে লাগাতে ভুল হয়নি নরওয়েজীয় তারকার। এবারের আগে গত মৌসুমে নটিংহাম ফরেস্টের বিপক্ষেও প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ফুটবলের তথ্য-উপাত্ত বিষয়ক প্রতিষ্ঠান অপটা বলছে, প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমার্ধের মধ্যে দুটি হ্যাটট্রিক করা তৃতীয় খেলোয়াড় হলান্ড। এত দিন এই কীর্তিতে নাম ছিল অ্যান্ড্রু কোল ও মাইকেল ওয়েনের। হলান্ডের হ্যাটট্রিকটি লিগে সিটি খেলোয়াড়দের ৪১তম, এর চেয়ে বেশি আছে শুধু লিভারপুলের (৪২)। আর একক স্টেডিয়াম হিসেবে ইতিহাদে প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক হলো এ নিয়ে ৩০তম বার, যা অন্য কোনো মাঠে হয়নি।
হলান্ড তাঁর চতুর্থ গোলটি করেন বিরতির পর, ম্যাচের ৫৪তম মিনিটে। এই গোলেই স্ট্রাইকার হলান্ডের সামর্থ্যের ছাপ ছিল সবচেয়ে বেশি। ফোডেন নিজেদের অর্ধ থেকে চমৎকার এক শটে উঁচু করে বল হলান্ডের দিকে বাড়ান। সেটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান হলান্ড। গোলটি করে হলান্ড এতটাই তৃপ্ত ছিলেন যে, স্রেফ দাঁড়িয়ে থেকে আর হাত দু দিকে বাড়িয়ে নিজের দাপুটে সময়টা উপভোগ করেছেন।
গোলের নেশায় পেয়ে বসা হলান্ড পরে আরও গোল করতেন কিনা কে জানে! ৮২ মিনিটে সিটি কোচ তাঁকে মাঠ থেকে তুলে নেন। ৮৫ মিনিটে সিটির স্কোরলাইন ৫-১ করে দেন হুলিয়ান আলভারেজ। ম্যাচে উলভসের একমাত্র সান্ত্বনা হয়ে থাকে ৫৩ মিনিটে হি-চাং হোয়াংয়ের গোলটিই।