আফ্রিকার সেরা খেলোয়াড় নাপোলির ওসিমেন
২০২৩ সালে আফ্রিকা মহাদেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। গতকাল মরক্কোতে আফ্রিকান ফুটবল ফেডারেশন (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়।
গত মৌসুমে নাপোলিকে লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওসিমেন এই পুরস্কার পাওয়ার পথে হারিয়েছেন পিএসজি ও মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি এবং লিভারপুল ও মিসরের উইঙ্গার মোহাম্মদ সালাহকে।
আফ্রিকার সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া ওসিমেনের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। তিনি বলেছেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। নাইজেরিয়ানদের সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানাই। আফ্রিকাকে ধন্যবাদ জানাই, আমার ভুলত্রুটি থাকার পরও মর্যাদাপূর্ণ স্বীকৃতি দেওয়ার জন্য, উৎসাহ দেওয়া ও পাশে থাকার জন্য।’
গত মৌসুমে ৩৩ বছর পর লিগ শিরোপা জিতেছিল নাপোলি। সেই শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় অবদানই রেখেছিলেন ওসিমেন। দলকে শিরোপা জেতানোর পথে করেছিলেন ২৬ গোল, করিয়েছেন আরও পাঁচটি। চলতি মৌসুমে লিগে করেছেন ১১ ম্যাচে ৬ গোল।
চোটের কারণে ২০২২ সালে আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি ওসিমেন। যে টুর্নামেন্টে তিউনিসিয়ার বিপক্ষে শেষ ষোলোতে হেরেছিল নাইজেরিয়া। এবার অবশ্য ওসিমেন এই টুর্নামেন্টের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করেছেন। বাছাইপর্বে সর্বোচ্চ ১০ গোল করে শীর্ষ গোলদাতা ওসিমেন। এই টুর্নামেন্টের আগামী আসর ১৩ জানুয়ারি, আইভরি কোস্টে।
গত বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। এই আফ্রিকান দেশটিকে সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন গোলকিপার ইয়াসিন বুনু। আফ্রিকার সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন বুনু। মরক্কো ফুটবল দলকে সেরা দল ও মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই হয়েছেন সেরা কোচ।