মালদ্বীপের বিপক্ষে আবার এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশকে এগিয়ে দেওয়া গোলের পর রাকিব হোসেনের (১০ নম্বর জার্সি) উচ্ছ্বাসছবি: শামসুল হক

মালদ্বীপের সঙ্গে মালেতে ২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করার পরই বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ফিরতি লেগে আরও ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছিলেন। তিনি যে কথাটি শুধুই বলার জন্য বলেননি, সেটা বোঝা গেল ঘরের মাঠে ম্যাচের শুরুর দিকেই। ৩৬ মিনিটে অবশ্য সমতায় ফিরেছিল মালদ্বীপ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে যায় বাংলাদেশ।

বসুন্ধরা অ্যারেনায় আজ ম্যাচের ১১ মিনিটেই রাকিব হোসেনের গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। রাকিবকে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রসই দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। দ্রুত গতির দৌড়ে তিনি তাঁর থেকে এগিয়ে থাকা মালদ্বীপের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে রাকিবকে ক্রসটি দিয়েছিলেন। বক্সের মধ্যে মালদ্বীপের আরও দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সেই বলে পা ছুঁইয়ে জালে পাঠান রাকিব।

মালদ্বীপের বিপক্ষে ১১ মিনিটেই এগিয়ে যাওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: শামসুল হক

গোটা প্রথমার্ধ জুড়েই অবশ্য বাংলাদেশের রক্ষণভাগ কেঁপেছে। রাইট ব্যাক পজিশনে তারিক কাজী ছিলেন নড়বড়ে। মালদ্বীপ গোল করার সুযোগও পেয়ে গিয়েছিল এর মধ্যে। হামজা মোহাম্মদ, আলী ফাসির, আইসাম ইব্রাহিমরা আতঙ্ক ছড়িয়েছেন বারবারই। শেষ পর্যন্ত গোলের সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে মালদ্বীপ গোল পরিশোধ করে দেয়। হামজা মোহাম্মদের কর্নার থেকে মোটামুটি ফাঁকায় দাঁড়িয়ে থেকে হেড করে গোল করেন আইসাম ইব্রাহিম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোল পেয়ে যায় বাংলাদেশ। সাদের ক্রসে তারিক কাজী শট নেন। গোলকিপার সেই শট কোনোমতে ঠেকিয়ে দিলেও বল গ্লাভসে আটকাতে পারেননি। ফিরতি বলে ফাহিম গোল করে দলকে ২–১ গোলে এগিয়ে নেন।

এই ম্যাচের জয়ী দল পাবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে খেলার সুযোগ। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় আজকের ম্যাচের নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকলে ফল নির্ধারণে অতিরিক্ত সময়ে যাবে। সেখানেও সমতা থাকলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।