আর্থিক নীতি ভেঙে ১০ পয়েন্ট জরিমানায় তলানিতে নামল এভারটন
প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি (এফএফপি) ভঙ্গ করায় ১০ পয়েন্ট জরিমানা করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনকে। এই শাস্তির ধাক্কায় প্রিমিয়ার লিগে টিকে থাকার পথে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ডের মার্সেসাইড অঞ্চলের ক্লাবটি।
১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে থাকা ক্লাবটির পয়েন্ট এখন কমে দাঁড়িয়েছে চারে, যা তাদের নামিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের ১৯ নম্বরে। ২০ নম্বরে থাকা বার্নলির পয়েন্টও এখন ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে জায়গা হয়েছে এভারটনের।
প্রিমিয়ার লিগের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় শাস্তি। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে এভারটন। শাস্তির ঘোষণা আসার পর এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, তারা ‘হতাশ এবং স্তব্ধ’।
বিবৃতিতে তারা লিখেছে, ‘ক্লাব বিশ্বাস করে, কমিশন যে শাস্তি আরোপ করেছে, তা অসামঞ্জস্যপূর্ণ এবং অন্যায্য। প্রিমিয়ার লিগে আবেদন করার উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। এখন আপিল প্রক্রিয়া শুরু হবে।’
এ সময় কোনো ধরনের আর্থিক অসংগতির কথাও অস্বীকার করেছে তারা। একই সঙ্গে অর্থনৈতিকভাবে সব ধরনের স্বচ্ছতা বজায় রাখার কথা উল্লেখ করে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে কঠোর এবং মারাত্মক শাস্তি কমিশন কর্তৃক আরোপ করা হয়েছে তা ন্যায্য নয় এবং যে প্রমাণগুলো দেওয়া হয়েছে, তার যৌক্তিক প্রতিফলনও দেখা যায়নি।’
এর আগে গত মার্চে আর্থিক নিয়মভঙ্গের অভিযোগের কারণে এভারটনের বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রিমিয়ার লিগ। এ জন্য স্বাধীন কমিশনও গঠন করার কথাও বলা হয়। তবে এভারটনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো কী, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
একই মাসেই টানা পঞ্চম বছরের জন্য আর্থিক ক্ষতি দেখায় এভারটন। ২০২১–২২ সালে তাদের ঘাটতি দেখানো হয় ৪৪.৭ মিলিয়ন পাউন্ড। যার ফলে তিন বছরে ক্লাবটির সামগ্রিক ক্ষতির পরিমাণ ছিল ৩৭২ মিলিয়ন পাউন্ড, যা কিনা প্রিমিয়ার লিগের নীতি অনুযায়ী ৩ গুণ বেশি। যেখানে ৩ বছরে সব মিলিয়ে এভারটনের ক্ষতি দেখানোর সুযোগ ছিল ১০৫ মিলিয়ন পাউন্ড।
এখন শেষ পর্যন্ত এভারটন যদি আপিল করে ব্যর্থ হয়, তবে প্রিমিয়ার লিগে টিকে থাকা কঠিন হতে পারে তাদের। গত মৌসুমেও বেশির ভাগ সময় অবনমন অঞ্চলের আশপাশে ছিল এভারটন। শেষ পর্যন্ত অবশ্য লেস্টার সিটি থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে থাকায় বেঁচে যায় তারা। এবার শেষ পর্যন্ত ভাগ্যে কী লেখা আছে, তা জানতে আরেকটু সময় অপেক্ষা করতেই হবে।