শুরুর একাদশ থেকে বাদ পড়ে যা বলেছিলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। চলতি মৌসুমে মাঠের বাইরে একের পর এক নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন রোনালদো। কখনো ক্লাবের হয়ে, কখনো দেশের হয়ে। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে নামাননি পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

একটি পর্তুগিজ সংবাদমাধ্যম জানায়, কোচের সিদ্ধান্তে রোনালদো এতটাই অসন্তুষ্ট ছিলেন যে দল ছেড়ে যাওয়ার হুমকিও নাকি দিয়েছিলেন। এ সংবাদকে অবশ্য পর্তুগাল ফুটবল ফেডারেশন ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন

সংবাদটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও মরক্কো ম্যাচের আগের দিন পর্তুগাল কোচের সংবাদ সম্মেলনে আবারও প্রসঙ্গটি সামনে আসে। সান্তোস স্বীকার করেন, শুরুর একাদশে না থাকার বিষয়টি রোনালদো পছন্দ করেননি।

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না রোনালদো
ছবি: এএফপি

তবে পর্তুগাল অধিনায়কের এমন অসন্তুষ্টি স্বাভাবিক ছিল বলে মনে করেন তিনি, ‘ম্যাচের আগে রোনালদোর সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা দল নিয়ে কথা বলি, তাকে বলেছি সে শুরুর একাদশে থাকছে না। কেন সে শুরুর একাদশে থাকছে না, তা–ও বলেছি। স্বাভাবিকভাবেই (রোনালদো) খুব খুশি ছিল না, কারণ সে পর্তুগাল দলের অধিনায়ক। সে আমাকে বলল, “আপনি কি মনে করেন, এটা ভালো সিদ্ধান্ত?” আমাদের মধ্যে স্বাভাবিকভাবে আলোচনা হয়েছিল।’

আরও পড়ুন

বিশ্বকাপের মাঝপথে দল ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন রোনালদো, গতকাল বৃহস্পতিবার পর্তুগালের একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করে। পর্তুগালের ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে জানায়, এমন খবর সঠিক নয়। পরে রোনালদো নিজেও পর্তুগাল দলে ঐক্যের কথা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।
কোচ সান্তোসও যেন তাঁরই পুনরাবৃত্তি করলেন আজ, ‘আমার মনে হয় রোনালদোকে এখন আলোচনার বাইরে রাখা উচিত। সে কখনো বলেনি যে সে দল ছেড়ে চলে যেতে চায়। এখনই সময় এ নিয়ে আলোচনা বন্ধ রাখার।’
আগামীকাল শেষ আটের লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।