দাদা–বাবার পর ইতালির জাতীয় দলে নাতি দানিয়েল মালদিনি

মোনৎসার জার্সিতে দানিয়েল মালদিনি (ডানে)এএফপি

ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন দানিয়েল মালদিনি। এ মাসের উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচের জন্য ঘোষিত ইতালি দলে সুযোগ পেলেন কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ছেলে দানিয়েল। বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ইতালি।

ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি যদি সিরি ‘আ’ ক্লাব মোনৎসার অ্যাটাকিং মিডফিল্ডার দানিয়েলকে মাঠে নামান তবে ইতালি জাতীয় দলে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হয়ে যাবেন। দানিয়েলে বাবা পাওলো মালদিনির আগে তাঁর দাদা সিজারে মালদিনিও খেলেছেন ইতালির জাতীয় দলে।

আরও পড়ুন

২২ বছর বয়সী দানিয়েল ভালো খেলার স্বীকৃতিই পেলেন জাতীয় দলে ডাক পেয়ে। এ বছরের জানুয়ারিতে বাপ-দাদার ক্লাব এসি মিলান থেকে ধারে মোনৎসায় যাওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন দানিয়েল। পরে তাঁকে পাকাপাকিভাবেই কিনে নিয়েছে মোনৎসা।

মালদিনি পরিবারের তিন প্রজন্ম- (বাঁ থেকে) দাদা সিজারে, বাবা পাওলো ও নাতি দানিয়েল
টুইটার

দানিয়েলের বাবা পাওলো ইতালির জাতীয় দলের হয়ে ১৯৮৪ থেকে ২০০৯ সালের মধ্যে ১২৬টি ম্যাচ খেলেছেন। একসময় ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল এটিই। পর ফাবিও ক্যানাভারো ও জিয়ানলুইজি বুফন ছাড়িয়ে গেছেন তাঁকে।

সিজারে মালদিনির আন্তর্জাতিক ক্যারিয়ার অবশ্য অতটা লম্বা নয়। ১৯৬০–এর দশকে জাতীয় দলে ১৪টি ম্যাচ খেলেন সিজারে।

আরও পড়ুন
প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন এসি মিলানের সেন্টারব্যাক মাত্তেও গাব্বিয়াও
রয়টার্স

স্পালেত্তি দানিয়েল মালদিনিকে ছাড়াও আরও তিন নতুন মুখকে ডেকেছেন দলে। তাঁরা হলেন জুভেন্টাসের গোলরক্ষক মিশেল দি গ্রেগরিও, রোমার মিডফিল্ডার নিকোলো পিসিল্লি ও এসি মিলানের সেন্টারব্যাক মাত্তেও গাব্বিয়া। এঁদের মধ্যে গাব্বিয়া সর্বশেষ মিলান ডার্বিতে এসি মিলানের জয়সূচক গোলটি করেছেন।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নেশনস লিগে এ২ গ্রুপের শীর্ষে আছে ইতালি। দলটি ১০ অক্টোবর রোমে বেলজিয়াম ও ১৪ অক্টোবর উদিনে ইসরায়েলের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন