শেখ জামাল ক্লাবও অসহায় অপ্রতিরোধ্য কিংসের সামনে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। কেনো দলই বাধা হতে পারছে না। বাধা হওয়ার প্রবল প্রতিজ্ঞা নিয়েও আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংসের সামনে ৩–০ গোলে উড়ে গেছে শেখ জামাল ধানমন্ডি। সেটাও আবার দলের আক্রমণের প্রাণ রবসন ডা সিলভাকে ছাড়াই। কার্ড সমস্যায় খেলতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
প্রথম গোল আসে ৩৮ মিনিটে। বাঁ দিক থেকে রিমন হোসেনের ক্রস ফিরিয়ে দিয়েছিলেন শেখ জামাল ডিফেন্ডার রায়হান হাসান। বল পড়ে কিংসের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েলের পায়ে। তাঁর বাড়িয়ে দেওয়া বল দারুণ গড়ানো শটে জালে পাঠান আসরর গফুরভ।
পরের দুটি গোল করে শেখ জামালকে ম্যাচ থেকে ছিটকে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ। ৬০ মিনিটে গফুরভের থ্রু ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান দরিয়েলতন গোমেজ। ৭৪ মিনিটে আসে তৃতীয় গোল। সাদ উদ্দিনের কাটব্যাকে বক্সের ভেতর থেকে মাপা শটে এই গোল করেন দরিয়েলতন।
শক্তিতে শেখ জামাল কিংসের চেয়ে অনেকটাই পিছিয়ে। এর ফলে চ্যাম্পিয়নদের কাছে জামালের এই হার স্বাভাবিকই। তবে বাংলাদেশি কোচদের মধ্যে এর আগে মারুফুল হকই বেশি সমস্যায় ফেলতে পেরেছেন কিংসের কোচ অস্কার ব্রুজোনকে। একাধিকবার কিংসকে হারিয়েছে মারুফুলের দল। সে তুলনায় আজ মারুফুলের শেখ জামাল লড়তেই পারেনি।
৯ ম্যাচে পুরো ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের যথারীতি শীর্ষে কিংস। টানা চতুর্থ শিরোপা জয়ের পথে ভালোভাবে এগোচ্ছে লাল জার্সিধারীরা। অন্যদিকে শেখ জামাল লিগটা ভালো শুরু করলেও এখন পিছিয়ে পড়েছে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন পাঁচে।