স্ত্রীর বিচ্ছেদের ঘোষণায় খাওয়া বন্ধ দানি আলভেজের

দানি আলভেজ ও তাঁর স্ত্রী হোয়ানা সাঞ্জ যখন একসঙ্গে ছিলেনছবি: ইনস্টাগ্রাম

ধর্ষণের অভিযোগে আটক ফুটবলার দানি আলভেজের সঙ্গে তাঁর স্ত্রী হোয়ানা সাঞ্জের সম্পর্ক ছিন্ন করার গুঞ্জন উঠেছিল আগেই। এর আগে এমন খবর সত্য নয় বলে বিবৃতিও দিয়েছিলেন হোয়ানা। বলেছিলেন পাশে থাকার কথাও। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্য হলো। কারাবন্দী আলভেজের হোয়ানার সম্পর্কটা ভেঙেই গেল।

ইনস্টাগ্রামে আলভেজের সঙ্গে সম্পর্কছেদের ঘোষণাটা হোয়ানা নিজেই দিয়েছেন। স্ত্রীর এ সিদ্ধান্তে আলভেজ নাকি পুরোপুরি ভেঙে পড়েছেন। এমনকি হতাশায় খাওয়াদাওয়াও নাকি বন্ধ করে দিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলভেজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে ২৯ বছর বয়সী হোয়ানা স্প্যানিশ ভাষায় হাতে লেখা একটি বিবৃতি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই মাসগুলো খুবই ভয়ংকর ছিল। সবচেয়ে কঠিন বলব না। আমি অনেক ঝড় দেখেছি, কিন্তু এটা খুবই হতাশার ও যন্ত্রণার ছিল। বিসর্জন এবং একাকিত্বের যন্ত্রণার অনুভূতি আবার আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। হাজারো ‘কেন’ বাতাসে ভাসছে, যার কোনো উত্তরও নেই।’

৩৯ বছর বয়সী আলভেজ ক্যারিয়ারে দুই মেয়াদে বার্সেলোনায় খেলেছেন
ছবি: এএফপি

তিনি আরও বলেছেন আমি এমন একজন জীবনসঙ্গী বেছে নিয়েছিলাম, যে কি না আমার দৃষ্টিতে নিখুঁত ছিল। যখন আমার প্রয়োজন হয়েছে, সে আমার পাশে ছিল। সব কিছুতে সে আমাকে সমর্থন করেছে। এগিয়ে যাওয়ার জন্য সে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমার প্রতি সে সব সময় মনোযোগী ছিল। এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল যে সে মানুষটিই আমাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’

আরও পড়ুন

আলভেজকে ভুলতে পারা কতটা কঠিন হবে—তা জানাতে গিয়ে হোয়ানা লিখেছেন, ‘সে যেভাবে আমার দিকে তাকাত, সেই স্মৃতি আমার মস্তিষ্ক থেকে মুছতে বছর চলে যাবে। সে এমনভাবে তাকাত যেন আমি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বস্তু। হ্যাঁ, আমি অবিশ্বাস্য বটে। আমি অবিশ্বাস্য; কারণ, আমি পরিশ্রমী, স্বাধীন, বুদ্ধিমতি, ভাবুক, মমতাময়ী, আমুদে, বিশ্বস্ত এবং মানবিক। আর মানুষ বলেই আমার ক্ষতি করা সত্ত্বেও এখনো তার পাশে আছি। আমি তাই থাকব তবে ভিন্নভাবে।’

আরও পড়ুন

আলভেজের সঙ্গে নিজের সম্পর্কের ইতি টানা ঘোষণা দিয়ে হোয়ানা আরও লিখেছেন, ‘ক্ষমায় উপশম লাভ করা যায়। তাই আমি জাদুটা ধরে রাখব। আর জীবনের সেই অধ্যায়কে বন্ধ করে দেব, যা ১৮–৫–১৫ সালে শুরু হয়েছিল। জীবন আমাকে যে সুযোগ ও শিক্ষা দিয়েছে, সে জন্য ধন্যবাদ, সেটা যতই কঠিনই হোক না কেন। এখানে একজন শক্ত নারী তার জীবনের পরের ধাপে প্রবেশ করবে।’

কারাবন্দী আলভেজ নাকি এই সংবাদে পুরোপুরি ভেঙে পড়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে মার্কা জানায়, ‘সে এই খবরে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং স্নায়ুচাপে ভুগছে।’ পাশাপাশি এই খবর পাওয়ার পর থেকে আলভেজ নাকি কিছুই খাননি। এমনকি কিছু নাকি আলভেজের ধারণারও বাইরে ছিল।

আরও পড়ুন