যে ৩ কারণে জাভিকে বরখাস্ত করতে পারেন লাপোর্তা

সংবাদ সম্মেলনে জাভি ও লাপোর্তা (বাঁয়ে)এএফপি

খুব বেশি দিন হয়নি জাভি হার্নান্দেজ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত বদল করেছেন। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে কয়েক দফায় আলোচনার পর তিনি নিজের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সপ্তাহ তিনেক আগে যৌথ সংবাদ সম্মেলন করে লাপোর্তা আর জাভি নতুন সিদ্ধান্তের ঘোষণা দেন।

চলতি মৌসুমে কিছু না জেতা বার্সেলোনায় একটা গুমোট বাতাস ছিল। জাভির থেকে যাওয়ার ঘোষণায় গুমোট সেই পরিবেশ দূর হয়ে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছিল ক্যাম্প ন্যুয়ে। কিন্তু লাপোর্তা হঠাৎই জাভির ওপর চটে যাওয়ায় তৈরি হয়েছে অস্বস্তি।

এখন এমনও শোনা যাচ্ছে যে জাভিকে বরখাস্ত করতে পারেন লাপোর্তা। স্পেনের ক্রীড়া দৈনিক এএসের সাংবাদিক সান্তি হিমেনেজ প্রতিবেদন ছেপেছেন যে লাপোর্তা ও জাভির মধ্যে ঝামেলা বেড়েছে। এর কারণ আলমেরিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সার সমস্যা নিয়ে জাভির কিছু কথা।

পরিস্থিতি যা দাঁড়িয়েছে, চাকরি হারাতে পারেন জাভি। সে ক্ষেত্রে কোন ৩ কারণে তিনি বরখাস্ত হতে পারেন, ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে তা তুলে ধরা হয়েছে এখানে।

আরও পড়ুন
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ
বার্সেলোনা

বার্সার ভবিষ্যৎ নিয়ে জাভির মন্তব্য
আলমেরিয়া ম্যাচের আগে জাভি বলেছিলেন, ‘সামনের দিকে এগিয়ে চলার প্রক্রিয়া বদলাতে হবে। অন্যথায় আমাদের অবস্থা একই থাকবে এবং আমরা উন্নতি করতে পারব না।’ বোর্ডের ভেতরের সূত্র বলছে, জাভি বোঝাতে চেয়েছেন—উল্লেখযোগ্য পরবির্তন প্রয়োজন এবং এগুলো না হলে ক্লাবের উন্নতি স্থবির হয়ে যাবে। এটাকে বার্সেলোনা কর্তৃপক্ষ নিয়েছে অন্যভাবে। এটা নাকি বার্সেলোনার সম্ভাবনাময় ভবিষ্যতের ধারণার বিরুদ্ধে গেছে।

স্কোয়াড লগ্নি করা নিয়ে অভিযোগ
বার্সেলোনা বোর্ডের কথা, তারা ভালো একটি স্কোয়াড গড়ে তোলার জন্য অনেক ব্যয় করেছে। ২৬ কোটি ইউরো দিয়ে তারা ২৪ জন খেলোয়াড় কিনেছে। এরপরও জাভি অভিযোগ করেছেন যে স্কোয়াড গড়ার জন্য তাঁকে খুব বেশি ব্যয় করতে দেওয়া হয়নি।

আরও পড়ুন
বার্সেলোনার হয়ে গোলের পর ভিতর রকি
এক্স

ভিতর রকি–বিতর্ক
বার্সেলোনার ক্রীড়া কমিশনের কথা, কোচ জাভি গত বছরের জুলাইয়ে জানিয়েছিলেন, তিনি দ্রুতই ভিতর রকিকে চান। কারণ, সেই সময় গাভি ও রবার্ট লেভানডফস্কি চোটে ছিলেন এবং বার্সেলোনা নিয়মিত গোল পাচ্ছিল না। তাই জাভি আক্রমণভাগে জরুরি ভিত্তিতে নতুন খেলোয়াড় চেয়েছিলেন। কিন্তু জাভি বলেছেন ভিন্ন কথা। সেটা পছন্দ হয়নি লাপোর্তার। বার্সেলোনা সভাপতি চান না ক্লাবের ভেতরের কথা কেউ জনসমক্ষে বলুন।

আরও পড়ুন