২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অলিম্পিকে দেখা গেল রোনালদোর ‘সিউ’ উদ্‌যাপন

জাপানি ভলিবল তারকা ইউজি নিশিদাএক্স

প্যারিসে চলছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ অলিম্পিক। যেখানে পদকের জন্য প্রতিদিন লড়াইয়ে নামছেন বিশ্বের নানা দেশের অ্যাথলেটরা। বিশ্বসেরা অ্যাথলেটদের এই মিলনমেলাতেও অবশ্য কিছু আক্ষেপ আছে।

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের না থাকা তো খানিকটা আক্ষেপ জাগাতেই পারে! তবে অলিম্পিকে না থেকেও যেন আছেন রোনালদো। গতকাল অলিম্পিকে রোনালদোর মতো উদ্‌যাপন করে তাঁকে মনে করিয়ে দিয়েছেন জাপানের ভলিবল তারকা ইউজি নিশিদা।

আরও পড়ুন

প্যারিস অলিম্পিকের প্রথম দিনেই পুরুষদের ভলিবল প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল জার্মানি ও জাপান। ম্যাচে জাপানের হয়ে পয়েন্ট পাওয়ার পর রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনে মেতে ওঠেন নিশিদা। গোল করার পর এই উদ্‌যাপনের সময় রোনালদো কিছুটা দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন। ফুটবলে এটি রীতিমতো ট্রেডমার্ক উদ্‌যাপনে পরিণত হয়েছে। বিখ্যাত এ উদ্‌যাপনটি করার সময় মুখে ‘সিউ’ বলে চিৎকারও দিয়ে থাকেন রোনালদো। যে কারণে উদ্‌যাপনটি পরিচিতি পেয়েছে ‘সিউ’ নামে।

গোলের পর রোনালদোর সিউ উদ্‌যাপন
ছবি: এএফপি

৫ বারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ তারকাকে অনুকরণ করে অন্য ফুটবলাররাও এই উদ্‌যাপন করে থাকেন। ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোরা তো বটেই, লিওনেল মেসির স্বদেশি আলেসান্দ্রো গারনাচো এবং কার্লোস আলকারাজরাও এই উদ্‌যাপন নকল করে আলোচনায় এসেছেন।

আরও পড়ুন

তবে একপর্যায়ে এই উদ্‌যাপন আর ফুটবলে আটকে থাকেনি। ফুটবলের বাইরে অন্যান্য খেলার তারকাদেরও রোনালদোর মতো করে উদ্‌যাপন করতে দেখা গেছে। সে ধারাবাহিকতায় এবার অলিম্পিকে রোনালদোকে মনে করিয়ে দেওয়া এই উদ্‌যাপন করেছেন নিশিদা। রোনালদো-উদ্‌যাপনের এই ম্যাচটি অবশ্য জাপান শেষ পর্যন্ত জিততে পারেনি। জার্মানির কাছে তারা হেরেছে ৩-২ সেটে।

ম্যাচের ফল ছাপিয়ে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্ব পেয়েছে নিশিদার রোনালদো-উদ্‌যাপন। এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে মন্তব্যের ঘরে রোনালদো ভক্তরা নিজেদের অনুভূতিও জানিয়েছেন। যেখানে একজন লিখেছেন, ‘রোনালদো সব খেলাতেই নিজের প্রভাব রেখেছেন।’

আরেকজন লিখেছেন, ‘অ্যাথলেটদের গোটা একটি প্রজন্মকে প্রভাবিত করেছেন রোনালদো।’ অন্য একজন লিখেছেন, ‘নিশিদা ভলিবলের একজন সেরা খেলোয়াড়। আর সে এখন সিউ উদ্‌যাপনে মেতেছে।’