১৩ মাস পর বার্নাব্যুতে হারল রিয়াল মাদ্রিদ

এক বছরের বেশি সময় পর ঘরের মাঠে লিগের ম্যাচ হারলেন ভিনিসিয়ুসরারয়টার্স

রিয়াল মাদ্রিদ ২ : ৩ ভিয়ারিয়াল

ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করার পর তিনদিনও পার হয়নি। এবার মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের ভুলে যাওয়া তেতো স্বাদ দিয়েছে ভিয়ারিয়াল। লা লিগায় ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল।

গত বছরের মার্চে বার্সার কাছে হারের পর এই প্রথম বার্নাব্যুতে লিগের ম্যাচ হারল রিয়াল মাদ্রিদ। আর ভিয়ারিয়ালের বিপক্ষে টানা জয়হীন ম্যাচের সংখ্যা দাঁড়াল চারে।

এই হারে লিগ শিরোপা দৌড়ে প্রায় ছিটকেও গেল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১২ পয়েন্টে। ২৭ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৭১, এক ম্যাচ বেশি খেলে রিয়ালের ৫৯।

আরও পড়ুন

ম্যাচে দুইবার এগিয়ে গিয়েছিল রিয়াল। প্রথমবার ১৬ মিনিটে। মার্কো আসেনসিওর শট পাউ তরেসের পায়ে লেগে জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় রিয়াল। ৩৯ মিনিটে এই গোলটি শোধ দিয়ে দেয় ভিয়ারিয়াল।

রিয়াল ডিফেন্ডারদের ঢিমেতালে রক্ষণের সুবাদে পেনাল্টি বক্সে ঢুকে ভালো শটের সুযোগ পেয়ে যায় স্যামুয়েল চুকুওয়ে। থিবো কোর্তোয়াকে এড়িয়ে বল চলে যায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে ২-১ স্কোরলাইন বানিয়ে দেন ভিনিসিয়ুস
রয়টার্স

রিয়াল দ্বিতীয়বার এগিয়ে যায় ৪৮ মিনিটে। এবার অবশ্য আত্মঘাতি গোল, দারুণ ফিনিশিংয়ে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ডি বক্সের বাইরে দানি সেবায়োসের কাছ থেকে পাওয়া বল চার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আরও পড়ুন

ম্যাচের ৬০ মিনিটে করিম বেনজেমাকে তুলে ফেলেন আনচেলত্তি। এর পর আক্রমণের ধার কমে যায় রিয়ালের। ৭০ মিনিটে ম্যাচে দ্বিতীয়বার সমতা নিয়ে আসে ভিয়ারিয়াল।

এবার সফরকারীদের গোলদাতা বদলি নামা লুইস মোরালেস। শুরুতে অবশ্য গোল দেননি রেফারি, বাতিল করে দেন অফসাইড দেখিয়ে। পরে ভিএআরে গোল পায় ভিয়ারিয়াল।

ভিয়ারিয়ালের পক্ষে জোড়া গোল করেন স্যামুয়েল চুকুওয়ে
ছবি: টুইটার

এর ১০ মিনিট পর ভিয়ারিয়ালকে তৃতীয় গোলটি এনে দেন চুকুওয়ে। রিয়াল ডি বক্সের কিছুক্ষণ কাটাকুটি করে সুযোগ বুঝে বাঁকানো শটে বল জালে পাঠন নাইজেরিয়ান এই উইঙ্গার।

৮২ মিনিটে হ্যান্ডবলের কারণ দেখিয়ে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে রিপ্লেতে বল ভিয়ারিয়াল ডিফেন্ডার আইসা মাঁদির বুকে লাগতে দেখা গেলে সিদ্ধান্ত বাতিল হয়। ম্যাচের বাকি সময়ে আর ভিয়ারিয়ালের তৃতীয় গোল শোধ দিতে পারেনি রিয়াল।

আনচেলত্তির দলের পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে, চেলসির বিপক্ষে।

আরও পড়ুন