চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র কবে কোথায় কখন
চ্যাম্পিয়নস লিগে কাল রাতে রিয়াল মাদ্রিদ ও নাপোলির কোয়ার্টার ফাইনালে ওঠার মধ্য দিয়ে শেষ হলো শেষ ষোলোর লড়াই। কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দলও চূড়ান্ত হয়েছে। সুইজারল্যান্ডের নিওনে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫টায় কোয়ার্টার ফাইনালে ড্র অনুষ্ঠিত হবে।
লা লিগা থেকে শুধু একটি দল জায়গা করে নিতে পেরেছে কোয়ার্টার ফাইনালে। কাল রাতে লিভারপুলকে ফিরতি লেগেও ১–০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে মোট ৬–২ ব্যবধানের জয়ে শেষ আটে উঠেছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ।
জার্মানি ও পর্তুগাল থেকেও একটি করে দল জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে। জার্মান বুন্দেসলিগা থেকে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ। পর্তুগিজপ্রেমীরা লিগের প্রতিনিধিত্ব করছে বেনফিকা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিনিধিত্ব করছে দুটি ক্লাব—চেলসি ও ম্যানচেস্টার সিটি।
চমক দেখিয়েছে ইতালিয়ান সিরি আ। ইতালির শীর্ষ এ লিগ থেকে এসি মিলান, ইন্টার মিলান ও নাপোলি—এ তিনটি ক্লাব উঠেছে কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়নস লিগে ১৭ বছর পর এক মৌসুমের কোয়ার্টার ফাইনালে ইতালি থেকে তিনটি দল উঠল। এর আগে সর্বশেষ ২০০৫–০৬ মৌসুমে এমন কিছু দেখা গিয়েছিল।
সেবার এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাস কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কিন্তু সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল শুধু মিলান। সংবাদমাধ্যম জানিয়েছে, এবার কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১১ ও ১২ এপ্রিল। এক সপ্তাহ পর ১৮ ও ১৯ এপ্রিল হবে ফিরতি লেগের লড়াই।