ঘুম থেকে জেগে নেইমারের আশা, মাদ্রিদ ডার্বিতে গোল করবেন ভিনিসিয়ুস
গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রের নাচ, এরপর তাঁকে উদ্দেশ্য করে আসে বর্ণবাদী মন্তব্য—এ নিয়ে তোলপাড় চলছে ফুটবল–বিশ্বে। দুই দিন আগেই ভিনিসিয়ুসের পাশে দাঁড়িয়েছেন নেইমার ও কিংবদন্তি পেলে। বর্ণবাদীদের দিকে রীতিমতো তোপ দেগেছেন তাঁরা। নিজের ক্লাব রিয়াল মাদ্রিদের সমর্থন তো পাচ্ছেনই ভিনিসিয়ুস।
এই বিতর্ক যখন তুঙ্গে, নেইমার আবার দাগলেন আরেকটি তোপ। এর আগে একবার টুইট করেছেন, ভিনিসিয়ুসের এমন নাচ আরও দেখতে চান। পিএসজির ব্রাজিলিয়ান তারকা এবার নিজের চাওয়ার কথা জানিয়ে আরেকটি টুইট করেছেন।
সেই চাওয়া পরোক্ষে ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করা লোকেদের দিকে তোপ দাগাই। বাংলাদেশ সময় কাল সন্ধ্যায় টুইটটি করেছেন নেইমার। ইউরোপের অনেক অঞ্চলে তখন দিনের প্রথম বা দ্বিতীয় প্রহর। সেই সময় নেইমার টুইটে লিখেছেন, ‘ভিনিসিয়ুস আগামীকাল (আজ আতলেতিকোর বিপক্ষে) গোল করবে—এই আশা নিয়ে ঘুম থেকে জাগা মানুষ কি শুধু আমিই?’
এমনিতেই মাদ্রিদের দুই তুমুল প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকোর লড়াই অন্য রকম উত্তেজনা ছড়ায়। এ ম্যাচ নিয়ে এরই মধ্যে কথার লড়াই শুরু হয়ে গেছে। এর মধ্যেই কিনা নেইমারের অমন টুইট। অনেকেই এটাকে মনে করছেন ‘মাদ্রিদ ডার্বি’র উত্তেজনার আগুনে ঘি ঢালা!
ঘটনার শুরু গত বৃহস্পতিবার। স্পেনের ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের (এইএএফ) প্রধান পেদ্রো ব্রাভো ভিনিসিয়ুসের গোল উদ্যাপনের ধরনের সমালোচনার মাধ্যমে।
স্পেনের টিভি অনুষ্ঠান ‘চিরিনগুইতো শো’তে ব্রাভো বলেছেন, ভিনিসিয়ুসের গোল উদ্যাপন প্রতিপক্ষের প্রতি অসম্মানসূচক। তাঁর উদ্যাপনকে বানরের মতো উল্লেখ করে ব্রাভো বলেছেন, ‘প্রতিপক্ষকে সম্মান করতে হবে। নাচতে চাইলে ব্রাজিলে যাও। স্পেনে বানরের মতো আচরণ থামিয়ে প্রতিপক্ষকে সম্মান করতে হবে।’
এ মন্তব্য নিয়ে যথারীতি ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেইমার ভিনিসিয়ুসের উদ্দেশে টুইট করেন, ‘ড্রিবল করো, নাচো, নিজে যা তা-ই থাকো। তুমি যেমন, সেভাবেই ভালো লাগে। এটা ধরে রাখো। পরের গোলে আমরা একসঙ্গে নাচব।’ পেলে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ফুটবল আনন্দের, নাচের। দুঃখজনকভাবে বর্ণবাদ এখনো আছে। তবে এটা আমাদের হাসি বন্ধ করতে পারবে না। বর্ণবাদের বিরুদ্ধে এভাবেই লড়াই চালিয়ে যাব আমরা; নিজেরা আনন্দে থাকতে ও সম্মান পেতে লড়াই অব্যাহত থাকবে।’
নেইমারের আশা যদি পূরণ হয়, আজ আতলেতিকোর বিপক্ষে তাদেরই মাঠে যদি গোল পেয়ে যান ভিনিসিয়ুস, তাহলে ওয়ান্দা মেত্রোপলিতানোতে কী হবে কে জানে! কারণ, গোল পেলে ভিনিসিয়ুস তো উদ্যাপন করতে গিয়ে নাচবেনই।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় ভিনিসিয়ুস গোল উদ্যাপনে নাচলে ‘সমস্যা হবে’ বলেই মনে করেন আতলেতিকো মিডফিল্ডার কোকে! কী সমস্যা? তা অবশ্য খুলে বলেননি তিনি।
‘মাদ্রিদ ডার্বি’ নিয়ে আগ্রহটা তাহলে আরও বেড়ে গেল!