ম্যাগুয়ারের নেতৃত্ব কেড়ে নিলেন টেন হাগ
খবরটা দিয়েছেন হ্যারি ম্যাগুয়ার নিজেই। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছেন। নেতৃত্ব চলে যাওয়ায় ‘খুবই হতাশ’ বলেও জানিয়েছেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার।
তবে অধিনায়কত্ব চলে যাওয়ার মতো অস্বস্তিকর ঘটনার পরও নাকি ইউনাইটেডে থেকে যেতে আগ্রহী ম্যাগুয়ার। কয়েকটি ক্লাব তাঁকে কেনার কথা ভাবলেও ওল্ড ট্রাফোর্ডেই মন গেঁথে আছে তাঁর।
ম্যাগুয়ারের অধিনায়কত্ব চলে যাওয়ার বিষয়টি অনুমিতই ছিল। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে আসার পাঁচ মাস পরই তাঁর হাতে নেতৃত্বের বাহুবন্ধনী তুলে দিয়েছিলেন তখনকার কোচ ওলে গুনার সুলশার। এরপর দুই মৌসুম ভালোভাবে চললেও সর্বশেষ বছরটা ছিল উল্টো। মাঠে একের পর এক ভুল করে কোচ টেন হাগের আস্থা হারান। ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগে মাত্র ৮ ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখা হয়।
চলতি মৌসুমেও ম্যাগুয়ারের নিয়মিত জায়গা পাওয়ার সম্ভাবনা কম, যদি প্রাক-মৌসুম প্রস্তুতিতে কোচের আস্থা ফেরাতে না পারেন। এমন সময়ে টেন হাগ তাঁকে ডেকে নিয়ে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। রোববার ম্যাগুয়ার টুইট করেছেন, ‘আজ কোচের সঙ্গে আলোচনায় তিনি আমাকে জানিয়েছেন, অধিনায়ক পরিবর্তন করছেন। কী কী কারণে, তা আমার কাছে তুলে ধরেছেন। যদিও ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ হয়েছি। তবে এই ক্লাবে যত দিন আছি নিজের সর্বোচ্চটা দিয়ে খেলে যাব।’
পরে ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হয়। যেখানে নেতৃত্বের জন্য বাছাই করায় সাবেক কোচ সুলশারের প্রতি কৃতজ্ঞতা জানান ম্যাগুয়ার। ইউনাইটেডের বিবৃতিতে সাড়ে তিন বছরের অধিনায়কত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হয়। টেন হাগ শিগগিরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন বলে উল্লেখ করা হয় সেখানে।
ব্রিটিশ মিডিয়ার ধারণা, নতুন অধিনায়কের দায়িত্ব পেতে পারেন ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগালের এই মিডফিল্ডার ম্যাগুয়ারের অনুপস্থিতিতে ইউনাইটেডকে নেতৃত্ব দিয়েছেন। স্কাই স্পোর্টস জানিয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হাম ম্যাগুয়ারকে নিতে আগ্রহী। ইইউনাইটেডের সাবেক কোচ ডেভিড ময়েস এখন ওয়েস্ট হামে। ধারে অথবা স্থায়ী চুক্তিতে নেওয়ার বিষয়ে কাজ করছেন তিনি।
তবে ম্যাগুয়ারের ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে জানান, ওল্ড ট্রাফোর্ডে বেশ সুখেই আছেন তিনি। অধিনায়কত্ব কেড়ে নেওয়ার মাধ্যমে ম্যাগুয়ারকে চলে যাওয়ার বার্তাই হয়তো দিতে চেয়েছেন টেন হাগ। যার আরেকটি সংকেত থাকতে পারে আগামী কয়েক দিনের মধ্যে। প্রাক-মৌসুমের চারটি ম্যাচ খেলতে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবে ইউনাইটেড। ম্যাগুয়ারকে রাখা হবে কি না, সেটা দেখার বিষয়।