আলভারেজের সিটি ছাড়া নিয়ে যা বললেন গার্দিওলা
গ্রীষ্মের দলবদলে আলোচনার কেন্দ্রে এখন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ম্যাচ টাইম বা খেলার সুযোগ কম পাওয়ায় ক্লাব ছাড়তে যাচ্ছেন বলে আগেই জানিয়েছিল ইউরোপের সংবাদমাধ্যমগুলো। বিষয়টি নিয়ে কথা বলেছেন আলভারেজ ও ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা।
আলভারেজ বলেছেন, তিনি অলিম্পিক শেষ করেই ক্লাব ছাড়া কিংবা না ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে গার্দিওলা বলেছেন, তিনি চান আলভারেজ থাকুক। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আর্জেন্টাইন তারকার আছে বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ কোচ।
নিজের ক্লাব ছাড়া বিষয়ে জানতে চাইলে আলভারেজ বলেছেন, ‘বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে। আমি এ মুহূর্তে অলিম্পিক নিয়ে মনোযোগী। কারণ, এটা খুবই সংক্ষিপ্ত একটা টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি ভালো আছি। অনেক মিনিটও পেয়েছি। তবে অলিম্পিকের পর কী হয়, সেটা দেখা যাবে। যদি সম্ভব হয়, আমি কদিন ছুটি নেব। তারপর সিদ্ধান্ত নেব।’
গার্দিওলার কাছে এ সময় আলভারেজের বিকল্প নিয়ে ভাবছেন কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়। জিজ্ঞাসা করা হয় তাঁর ম্যাচ টাইম কম পাওয়া নিয়েও। সিটি কোচ বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ‘আমি বিকল্প নিয়ে ভাবছি না। আমি জানি সে বলেছে, সে এটা নিয়ে ভাববে। একবার সে ভাবা শেষ করলে, তার এজেন্ট আমাদের জানাবে। এরপর দেখা যাবে কী হয়।’
গার্দিওলা আরও যোগ করে বলেছেন, ‘আমি জানি সে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে খেলতে চায়। অন্য খেলোয়াড়েরাও চায়। আমাদের ১৮ থেকে ১৯ জন এমন খেলোয়াড় আছে, যারা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায়। আমি পড়েছি, সে বলেছে, বিষয়টা নিয়ে ভাবছে। সে ভাবুক এবং তারপর আমরা কথা বলব।’