২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সহসভাপতি পদে হেরে গেলেন দুই তারকা ফুটবলার

নির্বাচিত হতে পারেননি রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিকশামসুল হক

বাফুফে নির্বাচনে সহ সভাপতির ৪ পদের বিপরীতে নির্বাচন করেছিলেন ৬ জন। এবারের নির্বাচনে সহ সভাপতি পদেই সবচেয়ে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। নাসের শাহরিয়ার জাহেদী, সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও ওয়াহিদউদ্দীন চৌধুরীদের (হ্যাপি) মতো ব্যবসায়ী, রাজনীতিবিদ ও জেলার ফুটবল সংগঠকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেশের ফুটবলের দুই সাবেক তারকা ফুটবলার—সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। ভোট গণনা শেষে এই পদে নির্বাচিত হতে পারেননি রুম্মান বিন ওয়ালি সাব্বির ও শফিকুল ইসলাম মানিক।

আরও পড়ুন

আজকের নির্বাচনে ১৩৩ কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। সহ সভাপতি পদে অবশ্য একটি ভোট বাতিল ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। ১২৭ ভোটের মধ্যে  নাসের শাহরিয়ার জাহেদী পেয়েছেন ১১৫ ভোট, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি) পেয়েছেন ১০৮ ভোট, সাব্বির আহমেদ আরেফ পেয়েছেন ৯০ ভোট, ফাহাদ করিম পেয়েছেন ৮৭ ভোট, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ৬৬ ভোট আর শফিকুল ইসলাম মানিক ৪২ ভোট পেয়েছেন।


সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ওয়াহিদউদ্দীন চৌধুরী (হ্যাপি), সাব্বির আহমেদ আরেফ আর ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম।
নির্বাচনে ১৫ সদস্য পদের ভোট গ্রহণ এখনো চলছে। এই ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন।