ভুটানের সঙ্গে খেলবে বাংলাদেশ

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দলফাইল ছবি: বাফুফে

২-১০ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ভুটানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা খুব করে চাইছেন দেশে খেলতে। বাফুফেরও একই ইচ্ছা। কিন্তু ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর চলমান পরিস্থিতিতে ভুটান বাংলাদেশে আসতে তেমন আগ্রহ দেখাচ্ছে না। ফলে ৬ ও ৯ সেপ্টেম্বর প্রাথমিকভাবে নির্ধারিত ম্যাচ দুটি ভুটানেই হওয়ার সম্ভাবনাই বেশি।

এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজ বলেছেন, ‘ভুটানের সঙ্গে দুটি ম্যাচ খেলা মোটামুটি নিশ্চিত। কিন্তু ভুটান বাংলাদেশে আসার ব্যাপারে উদ্বিগ্ন। সোমবার আমাদের জানাবে আসবে কি না। তবে আমরা চেয়েছি, দেশেই খেলতে। দেশে খেলতে না পারলে অ্যাওয়ে খেলব।’

আগামী মার্চে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে। তখনো ৪ নম্বর পটেই থাকলে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। তাই বাংলাদেশ চাইছে ভুটানের সঙ্গে ম্যাচ দুটি খেলে র‍্যাঙ্কিং বাড়াতে। বাফুফের সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেছেন, ‘অনেকেই  বলেন, কেন আমরা ভুটানের সঙ্গে খেলব। কিন্তু আমাদের সামনে এখন একমাত্র ভুটান আছে। তাদের হারাতে পারলে আমাদের র‍্যাঙ্কিং বাড়বে।  আমরা ৩ নম্বর পটেও যেতে পারি। ভুটানের সঙ্গে খেলার এটাই মূল উদ্দেশ্য।’

তবে ভুটানের মাটিতে ভুটানকে হারানো কঠিনই বাংলাদেশের জন্য। ভুটানের র‍্যাঙ্কিং এখন বাংলাদেশেরও ওপরে। ভুটান ১৮২, বাংলাদেশ ১৮৪।

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার কথাবার্তা চলছে অনেক দিন ধরেই। তবে সেপ্টেম্বরের উইন্ডোতে হামজাকে খেলানো সম্ভব হবে না জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। ফিফা থেকে ইতিবাচক সাড়া পেলে নভেম্বরের উইন্ডোতে হামজাকে খেলানোর ব্যাপারে আশাবাদী বাফুফে।