ভারতে সানজিদাকে নিয়ে দেশকে গর্বিত করতে চান সাবিনা

বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন (ডানে) ও মিডফিল্ডার সানজিদা আক্তারইনস্টাগ্রাম

কিকস্টার্ট এফসির হয়ে সাবিনা খাতুন সেথু এফসির বিপক্ষে ম্যাচটা খেলতে পারেননি স্বাস্থ্যবিমার আনুষ্ঠানিকতা শেষ না হওয়ার কারণে।

তবে ভারতীয় লিগে নিজের শুরুটা নিয়ে আশাবাদী ছিলেন বাংলাদেশ নারী দলের এই তারকা। গতকাল ওডিশা এফসির বিপক্ষেই ১০ নম্বর জার্সি পরেই মাঠে নেমেছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা।

ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। লিগ পয়েন্ট টেবিলে কিকস্টার্টের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা ওডিশার সঙ্গে ব্যবধান ২ পয়েন্টের। তবে সাবিনা খুশি মাঠে নামতে পেরে।

ভারতের নারী ফুটবল লিগে সানজিদাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সাবিনা
ইনস্টাগ্রাম

এর আগেও ভারতীয় নারী ফুটবল লিগে খেলেছেন, সেটি সেথু এফসির হয়ে। কাল ওডিশার বিপক্ষে নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও মাঠে নামতে পারার স্বস্তি বাংলাদেশ অধিনায়কের, ‘মাঠে নামতে পেরে ভালো লাগছে। প্রথম ম্যাচ হিসেবে আমি আমার পারফরম্যান্স নিয়ে মোটামুটি সন্তুষ্ট। দলও ভালো খেলেছে।’

কিকস্টার্ট জিততে না পারায় আক্ষেপ আছে সাবিনার। বিশেষ করে দল ভালো খেলায় আক্ষেপটা থাকছেই, ‘আমরা খুব ভালো খেলেছি। কিন্তু জিততে পারলাম না। জেতা উচিত ছিল। খেলাটা অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।’

আরও পড়ুন

সাবিনা এই লিগে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছেন বাংলাদেশ নারী দলে সতীর্থ সানজিদা আক্তারকে। তিনি ইস্ট বেঙ্গলে খেলতে এরই মধ্যে ভারত পৌঁছেছেন। এত দিন একসঙ্গে খেলেছেন, একই সঙ্গে থেকেছেন। ভারতীয় লিগে প্রতিপক্ষ হিসেবে সানজিদাকে পাবেন সাবিনা। আগামী ৫ ফেব্রুয়ারি লিগে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে সাবিনার কিকস্টার্ট। যদিও সে ম্যাচে সানজিদা খেলবেন কি না, এটা এখনো নিশ্চিত নয়। সাবিনা নিজেও এসব নিয়ে আপাতত ভাবছেন না, ‘ওই ম্যাচের দেরি আছে। আগে যে ম্যাচগুলো আছে, সেগুলোতে মনোযোগ দিই।’

সানজিদার মুখোমুখি হওয়ার আগে প্রিয় সতীর্থকে শুভকামনা জানিয়ে রাখলেন সাবিনা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সানজিদার প্রতি সাবিনা লিখেছেন, ‘খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হচ্ছে সানজিদা। ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে তোমার নতুন যাত্রায় শুভেচ্ছা। চলো দুজন একসঙ্গে মিলে দেশকে গর্বিত করি।’

আরও পড়ুন

সাবিনার জন্য অবশ্য বিদেশে লিগে খেলাটা নতুন নয়; ২০১৮ সালে ভারতে তো খেলেছেনই, দুই মৌসুম খেলেছেন মালদ্বীপেও। সানজিদা এই প্রথমবারের মতো বিদেশি লিগে খেলবেন। সাবিনা, সানজিদা ছাড়াও এর আগে বাংলাদেশি নারী ফুটবলারদের মধ্যে বিদেশি লিগে খেলেছেন কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়া।