মাইনিয়ঁকে বর্ণবাদী গালি দেওয়া উদিনেসের এক সমর্থক আজীবন নিষিদ্ধ

উদিনেসের বিপক্ষে ম্যাচে এসি মিলানের মাইক মাইনিয়ঁরয়টার্স

এসি মিলান গোলকিপার মাইক মাইনিয়ঁর বর্ণবাদী আচরণের শিকার হওয়া নিয়ে আবারও উত্তপ্ত ফুটবল–বিশ্ব। এ সপ্তাহের শুরুতেই উদিনেসে-এসি মিলান ম্যাচে উদিনেসের কিছু দর্শক মাইনিয়ঁর উদ্দেশে বারবার বর্ণবাদী মন্তব্য করেন। প্রতিবাদে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন এসি মিলানের ফরাসি গোলকিপার। এ ঘটনায় প্রায় ১০ মিনিট বন্ধ থাকার পর খেলা আবার মাঠে গড়ালে ম্যাচটি ৩-২ গোলে জেতে মিলান। ওই ঘটনার পর বর্ণবাদের বিরুদ্ধে নতুন করে সোচ্চার হয়েছে ফুটবল–বিশ্ব।

যাঁদের সমর্থকদের আচরণের কারণে মাঠ ছেড়েছিলেন মাইনিয়ঁরা, সেই উদিনেসে এক সমর্থককে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে সোমবার রাতে। এক বিবৃতিতে উদিনেসে জানায়, ‘এসি মিলানের খেলোয়াড় মাইক মাইনিয়ঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণের জন্য দায়ী প্রথম লোকটিকে শনাক্ত করেছি আমরা। ওই লোককে উদিনেসে কালসিওর ম্যাচে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে গেছে।’

বর্ণবাদের বিরুদ্ধে বার্তা দিতেই এ শাস্তি বলে উল্লেখ করেছে সিরি ‘আ’র ক্লাবটি, ‘আমরা বিশ্বাস করি, ফুটবলে ও সমাজে যে বর্ণবাদের কোনো জায়গা নেই, সেই বার্তা দিতে এমন কঠোর পদক্ষেপের দরকার আছে। আমরা এখন প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছি এ ঘটনায় দায়ী অন্যদের চিহ্নিত করতে।’

উদিনেসে ম্যাচে রেফারির কাছে অভিযোগ করছেন মাইক মাইনিয়ঁ
রয়টার্স

এর আগে গতকাল ইতালির সংবাদমাধ্যমে খবর আসে মাইনিয়ঁর ঘটনায় দায়ী ৪৬ বছর বয়সী একজনকে শনাক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখেই পরিচয় খুঁজে বের করা হয় ওই লোকের। ওই ভিডিওতে মাইনিয়ঁর উদ্দেশে একজনকে বর্ণবাদী গালি দিতে দেখা যায়।

আরও পড়ুন

বর্ণবাদের শিকার হওয়ার পর মাইনিয়ঁ ইতালির ফুটবল কর্তৃপক্ষকেও তা বন্ধে কঠোর হতে অনুরোধ করে বলেছিলেন, ‘আপনারা যদি কঠোর না হন, তবে ধরে নিতে হবে, আপনারাও বর্ণবাদের দোসর।'

কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল উদিনেসে–এসি মিলান ম্যাচ
রয়টার্স

মাইনিয়ঁ এবারই প্রথম বর্ণবাদী আচরণের শিকার হননি। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে জুভেন্টাসের সমর্থকেরা লক্ষ্য বানিয়েছিলেন ফরাসি গোলরক্ষককে।

আরও পড়ুন